RSS

Wednesday, June 10, 2009

মোমের ফুল

মোম ফুরিয়ে গেলে পরিত্যাক্ত গলে যাওয়া মোমগুলো বেশিরভাগ সময়ই আমরা ফেলে দেই। কিন্তু এসব মোম ব্যবহার করেও অনেক সময় তৈরি করা সম্ভব চমৎকার শোপিস। মোমের এমন একটি শোপিস হলো মোমের তৈরি আকর্ষণীয় গোলাপ ফুল।

০ গলে যাওয়া পরিত্যক্ত মোম জড়ো করতে থাকুন যতদিন পর্যন্ত তা এতটু বেশী পরিমাণে হয়। এবারে মোমগুলো একটা পাত্রে গরম করুন। গলে যাওয়া মোম ট্রেতে ঢালুন।
০ মনে রাখবেন পুরো প্রক্রিয়াটাই আপনাকে খুব দ্রুততার সাথে সম্পন্ন করতে হবে। ট্রে-তে ঢালা মোম শক্ত হয়ে যাবার আগেই সুক্ষ্ম গার্নিসিং ছুরি দিয়ে কাটতে হবে।
০ ছুড়ি দিয়ে মোমগুলো গোলাকৃতির করে কাটুন। এই গোলাকৃতির মোমের পাতাগুলোই হবে গোলাপের একএকটি পাপড়ি।
০ পাতাগুলোকে এবার চোঙা আকৃতির করে তৈরি করুন। এভাবেই একটা একটা চোঙা জুড়ে দিয়ে তৈরি হবে মোমের গোলাপ।
০ এই পাতাগুলো একত্র করে গোলাপের আকৃতি দিন। এটি বিভিন্ন রঙিন মোম দিয়েও তৈরি করতে পারেন। এই রঙিন ফুলের নিজে জুড়ে দিন ২-১টা সবুজ মোমের পাতা।

0 comments:

Post a Comment