০ প্রতিদিন ক্লিনজিং মিল্ক দিয়ে ঠোঁট পরিষ্কার করুন। মাঝে মধ্যে ব্রাশ দিয়ে ঠোঁটটা ব্রাশ করে নেবেন। এতে মরাকোষ ঝরে যাবে।
০ সূর্যের অতি বেগুনি রশ্মির হাত থেকে বাঁচতে হলে রোদে বের হওয়ার আগে এসপিএফ যুক্ত লিপকম বা নারকেল তেল লাগিয়ে তার উপর লিপস্টিক লাগাবেন।
০ রাতে ঘুমুতে যাওয়ার আগে অবশ্যই ক্রিম বা ভেজা তুলোর সাহায্যে লিপস্টিক তুলে ফেলে ভেসলিন লাগিয়ে শোবেন।
০ বার বার জিভ দিয়ে ঠোঁট কামড়ানো খুব খারাপ অভ্যাস। এটা ত্যাগ করার চেষ্টা করুন।
০ ভিটামিন সি’র অভাবে ঠোঁটের কোণা ফেটে যায়, মুখের ভেতর আলসার হয়। এর জন্য ভিটামিন সি যুক্ত ট্যাবলেট খান ও চিকিৎসকের পরামর্শ নিন।
0 comments:
Post a Comment