RSS

Friday, June 12, 2009

ঘরময় ফুল


ফুল কে না ভালোবাসে। ফুলের সৌরভ, রঙ, কোমলতা এসব কিছুই বুঝি প্রকৃতির এক অপার সৃষ্টি। তাইতো ইন্টেরিয়র থেকে শুরু করে রমনীর রকমারি শাড়ীর ভাজেও খুজে পাওয়া যায় রঙ্গিন ফুলের শোভা। ঘরটাকে প্রকৃতির খুব কাছাকাছি করে সাজাতে তাই ফুল এক অপরিহার্য উপকরণ। ফুলের আছে প্রাকৃতিক স্নিগ্ধতা যা অনায়াসে আপনার ঘরে এনে দেবে একধরনের শীতল অনুভব। রঙ বুঝে ফুল ব্যবহারে আপনি সহজেই ঘরের ইন্টেরিয়রে ভিন্নতা নিয়ে আসতে পারেন। আর তাই এসপ্তাহের বসত বসতিতে থাকছে ইন্টেরিয়রে ফুলের সংযোগ, লিখেছেন এমএইচ মিশু

কোথায় কোন ফুল

ফুলের নানান রকম ব্যবহার আপনার ঘরের শোভা বৃদ্ধির পাশাপাশি ঘরে সৌরভও যুক্ত করবে। কিন্তু ঘরের রঙ, আকার আর ধরন বুঝে চেষ্টা করুন ফুল ব্যবহার করতে। শোবার ঘরে এমন ফুল রাখবেন না যা প্রচন্ড রকম গন্ধ ছড়ায়। যেমন ধরুন কাঠাল চাপা, বকুল ইত্যাদি। বরং শোবার ঘরে অর্কিড রাখতে পারেন। অর্কিড অনেকদিন পর্যন্ত সতেজ থাকে। শোবার ঘরে লম্বা স্টিকের ফুল ভাল লাগবে। সেক্ষেত্রে রজনীগন্ধার বদলে গাডিওলা সাজাতে পারেন। শোবার ঘরে মাঝারি আকৃতির চিকন ফুলদানী ব্যবহার করুন। ঘরের সাথে বারান্দা থাকলে সেখানে ঝুলন্ত কিছু ফুলদানীতে অর্কিড রাখতে পারেন। বসার ঘরের জন্য দোলন চাপা, গাডিওলা, রজনীগন্ধা রাখতে পারেন। লম্বা ফুলদানী ড্রইংরুমের সাথে মানানসই। ডাইনিং রুম সাজাতে একটু গাঢ় রঙের ফুল ব্যবহার করুন। যেমন গোলাম, টগর, জবা এমন সব ফুল। ঘরগুলো বাদেও এমন কিছু জায়গা আছে বাড়িতে যেখানে একটা ফুলদানী রাখলে পুরো ঘরের চেহারা বদলে যাবে। যেমন ঘরের প্রবেশের করিডোর। করিডোরে প্রবেশমুখে বড় ফুলদানী কিংবা কাঠের টুলের মতো তৈরি করে তার উপর চিকন ফুলদানী সাজিয়ে দিন। সেখানে রাখুন গোলাপ আর রজনীগন্ধা মিশিয়ে তোড়া। ডাইনিং হলের বেসিনের পাশে সাজিয়ে দিন কিছু গাডিওলা’র স্টিক। হালকা গোলাপি, কিংবা হলুদ ফুল এখানে ভাল লাগবে। তবে ফুলের রঙ বাছতে চেষ্টা করুন ঘরের বাদবাকি রঙের তুলনায় একটু কন্ট্রাস্ট আনতে।

0 comments:

Post a Comment