RSS

Saturday, June 13, 2009

ফুলের যত্ন-আত্তি

ফুল কে না ভালোবাসে। শুনেছি যে ফুল ভালোবাসে না সে নাকি মানুষও খুন করতে পারে। এতোখানি ফুলের গুরুত্ব মানুষের জীবনে। তো, সর্বদা সৌরভ বিলিয়ে বেড়ানো এই ফুল শুধু সাজিয়ে রাখলেইতো হবে না। জানতে হবে ফুলের যতœ নেয়ার কায়দা-কানুন

০ ধারালো ছুরি দিয়ে আড়াআড়ি ভাবে ফুলের ডাঁটি কেটে তাড়াতাড়ি পানিতে চুবিয়ে রাখলে ফুল দীর্ঘদিন বাঁচে। ফুলের ডাঁটি কাটার সময় পানির মধ্যে ডুবিয়ে ডাঁটির অংশ কাঁটুন। এতে সহজে পানি প্রবেশ করতে পারবে, বাতাস চলাচল করতে পারবে।
০ ফুল সাজানোর আগে ফুলের ডাঁটি পানিতে বেশ কয়েক মিনিট চুবিয়ে রাখুন। এতে ব্যাক্টেরিয়া মরে যাবে, সহজে ডাঁটিতে পঁচন ধরবে না।
০ প্রতিদিন ফুলের ডাঁটির কিছুটা অংশ ট্রিম করুন। পানিতে চা পাতা মেশান। তাহলে অনেক দিন ধরে পানিতে ফুল তাজা থাকবে।
০ নিয়মিত ফুলের পাতা পরিষ্কার করুন। পাতার উপর ধূলা-ময়লা জমে থাকলে অক্সিজেনের চলাচলে ব্যাঘাত ঘটবে।
০ ৩-৪ দিন পরপর ফুলদানির পানি বদলান। পানি ঘোলাটে ও হলুদ হয়ে গেলে ফুল তাজা থাকবে না।
০ পানিতে ডুবে থাকা পাতাগুলো কেটে দিন। ফুলদানির পানিতে লিক্যুইড ক্লোরিন ব্লিচ মিশিয়ে নিন। এতে ফুলগুলো বেশিক্ষণ থাকার পাশাপাশি ফুলের রংও উজ্জ্বল হবে।
০ ফুলদানির পানিতে কয়েক ফোঁটা লেবুর রস দিলে ফুল তাজা থাকে।
০ ফুল রাখতে সবসময় পরিষ্কার ফুলদানি বা পাত্র ব্যবহার করুন।
০ ফুল কেনার সময় এরকম ফুলের তোড়া কিনুন যেগুলোতে কিছু আধফোঁটা ফুল বা কুঁড়ি রয়েছে।

ফুল সাজানোর টিপস
০ ফুলের পরিমাণ অনুযায়ী পাত্র বাঁছুন। ছোট ফুলদানিতে বেশি পানি ধরবে না, সহজে ফুল শুকিয়ে যাবে।
০ আধফোঁটা অবস্থায় ফুলগুলো তুলে সাজান। ফুলের রং খুলবে, ফুল ফোঁটাও দেখা যাবে।
০ ফ্লাওয়ার ভাসে ফুল সাজানোর আগে পানিতে লবণ ও ভিনেগার মিশিয়ে নিন।
০ ফুলদানিতে ফুল সাজানোর পর সরাসরি সূর্যের মুখোমুখি ফ্যানের তলায় কিংবা টেলিভিশন সেটের উপর না রাখাই ভাল।
০ ফুল থেকে পানি শুকানোর সুযোগ কম থাকে এমন জায়গায় ফুল রাখা ভাল। মোটামুটি স্বাভাবিক পরিবেশে ও ঠান্ডা ঘরে ফুল রাখতে পারলে ভাল।

0 comments:

Post a Comment