দৈনন্দিন জীবনের অন্যতম সঙ্গী হল জামাকাপড়ের দাগ। আজ শাড়িতে কপির দাগ তো কাল শার্টে চুইংগামের দাগ আর রান্না করতে গিয়ে সসের, হলুদের দাগ আছেই। অতশত দাগের সাথে মনের দুশ্চিন্তাও বাড়ে অনেকখানি। কেননা পছন্দের পোশাকে যে দাগ লেগেছে তা উঠবে তো? উপায় কিন্তু হাতের নাগালেই আছে। শুধুমাত্র জানার জন্যই অপেক্ষা। তো জেনে নিন দাগ তোলার উপায়গুলো-
চা কফির দাগ
প্রথমেই পানি দিয়ে দাগের অংশটুকু ধুয়ে নিতে হবে। যদি এতেও দাগ না উঠে তবে যে অংশে দাগ লেগেছে তা সারারাত ধরে ঠান্ডা দুধে ভিজিয়ে রাখতে হবে। পরদিন মৃদু ডিটারজেন্ট দিয়ে ধুয়ে ফেলতে হবে। এরপর ভিনেগার ও অল্প ঠান্ডা পানি মিশিয়ে দাগে স্প্রে করে দিতে হবে। ১ চামচ বেকিং সোডা লাগিয়ে ভাল করে ঘষলে দাগ উঠে যাবে।
সসের দাগ
প্রথমেই ঠান্ডা পানি দিয়ে জায়গাটা ধুয়ে নিতে হবে। এরপর সোডা বা একফালি লেবু দিয়ে জায়গাটা ভাল করে ঘষতে হবে। পানি দিয়ে ভাল করে ধুয়ে শুকাতে হবে। এতেও যদি দাগ না উঠে তবে হালকা গরম পানিতে আধা চা চামচ ডিটারজেন্ট পাউডার, ১ টেবিল চামচ সাদা ভিনেগার মিশিয়ে মিশ্রণে কাপড়টি ১৫ মিনিট ভিজিয়ে ধুয়ে ফেলতে হবে।
রক্তের দাগ
জামাতে লাগা রক্তের দাগ যদি পুরনো হয় তবে ঠান্ডা পানিতে এক চিমটা বেকিং সোডা মিশিয়ে কাপড়টি কমপক্ষে ৩০ মিনিট ভিজিয়ে রাখার পর ধুয়ে নিতে হবে। এরপর মৃদু সাবান দিয়ে ধুয়ে নিতে হবে। যদি সাদা কাপড়ে দাগ লাগে তবে লিক্যুইড ব্লিচ দিয়ে ধুতে হবে। আর যদি রঙিন কাপড় হয় তবে কালার সেফ ব্লিচ ব্যবহার করতে হবে।
ঘামের দাগ
গরমের সময় এই সমস্যাটা বেশি হয়। বিশেষ করে ঘামের দাগ শুকিয়ে সাদা হয়ে যায়। এক্ষেত্রে ঠান্ডা পানিতে ভিজিয়ে রেখে সাদা ভিনেগার দিয়ে ঘষতে হবে। কিছুক্ষণ পরে ডিটারজেন্ট দিয়ে হালকা ব্রাশ করে ধুয়ে ফেলতে হবে। আর জামা থেকে ঘামের গন্ধ দূর করার জন্য রঙবিহীন মাউথ ওয়াশ দিয়ে ঘামের জায়গাটা ধুয়ে দিতে হবে।
নেল পলিশের দাগ
জামার যে জায়গায় নেলপলিশ লেগেছে তাতে রিমুভার লাগিয়ে জায়গাটা ভিজিয়ে রাখতে হবে। এরপর ১ চা চামচ ডিটারজেন্ট ১ কাজ হালকা গরম পানিতে মিশিয়ে কাপড় ডুবিয়ে ধুয়ে ফেলতে হবে।
কালির দাগ
কাপড়ের যে অংশটিতে বলপেনের কালির দাগ লেগেছে তাকে গ্লাসের ওপর টেনে মেলে দিয়ে ওপর থেকে অ্যালকোহল খুব আস্তে আস্তে ঢেলে দিতে হবে। এরপর পেট্রোলিয়াম জেলি দিয়ে ঘষে তুলতে হবে। এছাড়া ঠান্ডা পানিতে লেবুর রস ও ডিটারজেন্টের মিশ্রণে ৫ মিনিট রেখে ধুয়ে নিতে হবে। যদি সাদা কাগজে লাগা কালির দাগ শুকিয়ে যায় তবে ফুটন্ত গরম পানিতে ১ টেবিল চামচ লবণ বা লেবুর রস লাগিয়ে মিশ্রণটিতে কাপড় ভিজিয়ে লাখতে হবে। সাথে সাথে লাগা কালির দাগ উঠাতে দুধ বা ঘোলে কাপড়টি ধুয়ে নিতে হবে।
তেল-ঘি’র দাগ
প্রথমে জামা থেকে অতিরিক্ত তেল পেপার টাওয়াল বা টিস্যু পেপার দিয়ে চেপে চেপে শুষে নিতে হবে। এরপর বাসন ধোয়ার ডিটারজেন্ট অল্প করে মাখিয়ে নিতে হবে দাগের ওপর। ২ মিনিট পরে আরও ডিটারজেন্ট মাখিয়ে রেখে তারপর হালকা পানি দিয়ে ধুয়ে নিতে হবে।
ফলের রস বা ওয়াইনের দাগ
দাগের ওপর লবণ ছড়িয়ে দিতে হবে। এরপর ঠান্ডা পানিতে কাপড় ভিজিয়ে হালকা গরম পানিতে ধুতে ফেলতে হবে।
চুইংগামের দাগ
শক্ত গাম প্রথমেই নরম করে নিতে হবে বরফ ঘষে এবং ভোঁতা ছুরি দিয়ে ঘষে। এরপর সাবান পানিতে কিছুক্ষণ ভিজিয়ে রেখে ভাল করে ধুয়ে নিতে হবে।
গ্রীজের দাগ
গরম পানি ও সাবান দিয়ে যদি গ্রীজের দাগ না ওঠে তবে ক্লোরফর্ম দিয়ে ঘষতে হবে। এরপর চকের গুঁড়ো লাগিয়ে রাখতে হবে। তারপর ব্লটিং পেপার দিয়ে চেপে রেখে দিতে হবে। সবশেষে ইস্ত্রি করতে হবে।
খেয়াল রাখবেন
০ শুকনো দাগের জায়গা না ঘষাই ভাল। কেননা ঘষলে কাপড়ের ফাইবারের মধ্যে দাগ আরও ছড়িয়ে পড়ে।
০ রক্তের দাগ লাগলে কাপড় কখনও গরম জলে ভিজিয়ে রাখা যাবে না।
০ কাপড়ে দাগ লাগলে সাথে সাথে ধুয়ে ফেলার চেষ্টা করুন।
0 comments:
Post a Comment