RSS

Saturday, June 13, 2009

চুলের যত্নে পানি

চুল পরিস্কার রাখতে পানির কোনো বিকল্প নেই। আসলে যেকোনো কিছুই পরিস্কারের জন্য পানি প্রযোজন। চুলের ক্ষেত্রেও তাই। তবে পানি ব্যবহারের ধরনটা হতে পারে ভিন্ন। শ্যাম্পুর সাথে ডিম মিশিয়ে নিন। অথবা ডিমের কুসুম গরম পানিতে মিশিয়ে চুল ধুয়ে ফেলুন। পুদিনা পাতা পানিতে ফোটান বিশ মিনিট। এই মিক্সচারের সাথে হালকা শ্যাম্পু মিশিয়ে প্রতিদিন ব্যবহার করতে পারেন। হালকা গরম পানিতে পুরো চুল ভিজিয়ে নিন। মাথা খুব ভালোভাবে ধোবেন যাতে মাথার ত্বকে জমে থাকা ময়লাগুলো জমে যায়। হাতের তালুতে পরিমাণ মতো শ্যাম্পু নিয়ে পানি মেশান। তারপর চুলের গোড়ায় লাগান। প্রয়োজনে দ্বিতীয়বার শ্যাম্পু করুন। শাওয়ারে চুল ধুয়ে নিতে পারলে ভালো হয়। এক মিনিট ধরে হালকা গরম পানিতে চুল ধুয়ে নিন। সবসময় ঠান্ডা পানিতে না ধুয়ে সবশেষে ঠান্ডা পানি ব্যবহার করুন।

0 comments:

Post a Comment