প্রতিদিনই কম বেশি অনুষ্ঠান লেগেইে আছে। আর সপ্তাহের শুক্রবার এলেই দাওয়াতের হিড়িক। আর দাওয়াত মানেই হাতে করে কিছু একটা নিয়ে যেতে হবে। আর যেটা নিয়ে যাবেন সেটাই গিফট। গিফট যাই হোক তাতে কোনো সমস্যা নেই তবে আপনার উপস্থাপনাটি আকষর্ণীয় হতে হবে। আর সুন্দর উপস্থাপনে মোড়কের কোনো বিকল্প নেই। কথায় আছে না প্রথমে দর্শনদারি আর তারপর গুণবিচারি। আপনার উপস্থাপনাটি আকর্ষণীয় করে তুলতে নিচে সামান্য কিছু টিপস্ দেওয়া হল। দেখুন চেষ্টা করে যতটুকু পারা যায় সুন্দর করতে আপনার উপস্থাপনাটি
র্যাপিং পেপার
০ সমান্য টাকার জন্য র্যাপিং পেপারে মুড়ে উপহার দিতে একটুও কার্পণ্য করবেন না।
০ বড়দের জন্য স্ট্রাইপড কিংবা এক রঙা কাগজ কিনুন।
০ শিশুদের উপহার দেওয়ার সময় মিকি মাউস, টেডিবিয়ার বা তাদের পছন্দের কার্টুন ক্যারেক্টারের ছবি আঁকা কাগজ কিনুন এতে বাচ্চারা খুশি হবে।
০ পরিপাটি করে মুড়বেন, ভাঁজের কোণগুলো যেন নিখুঁত হয়।
০ সেলো টেপ, কাঁচি হাতের নাগালে রাখুন।
গিফট ট্যাগ
০ নানা রকম গিফট ট্যাগ কিনতে পাওয়া যায় বাজারে।
০ কাগজ কেনা থাকলে নিজেই বানিয়ে নিতে পারেন পছন্দসই গিফট ট্যাগ।
রিবন
০ উপহারের মোড়কটিকে রিবন দিয়ে আরও আকর্ষণীয় করা যায়।
০ র্যাপিং পেপারের সঙ্গে রঙ মিলিয়েও বেঁধে দিতে পারেন।
০ ফুল করা ফিতাও কিনতে পাওয়া যায়। বেশ কয়েকটি রঙের কিনে রাখলে প্রয়োজন মতো মোড়কের ওপর লাগিয়ে দিতে পারেন।
০ কী জাতীয় উপহার, তার ওপর নির্ভর করবে রিবন ফ্লাওয়ারের সাজসজ্জা।
০ নিজেও বানিয়ে উপহারের মোড়কে লাগাতে পারেন।
রঙ বেরঙের ব্যাগ
০ হাতে তৈরি কাগজের ব্যাগ কিনে রাখুন।
০ আপনি যদি ক্রিয়েটিভ হন তাহলে নিজেও বানিয়ে নিতে পারেন কাগজের ব্যাগ।
০ আজকাল অনেক দোকানে বিভিন্ন রঙের সুন্দর সুন্দর গিফটব্যাগ পাওয়া যায়।
নানা রকম মোড়ক
০ বাজারে বিভিন্ন ধরনের একরঙা কাগজ পাওয়া যায়। হাতের তৈরি এসব কাগজ দিয়ে মোড়ক বানিয়ে উপহারটি ভরে দিন।
০ প্লাস্টিক ব্যাগ বানিয়ে ভরে দিন একমুঠো চকলেট।
০ লাল টুকটুকে হ্যান্ডসেড পেপারে তিনকোণা মোড়ক বানিয়ে ভরে দিন ছোট পারফিউমের শিশি।
০ বন্ধুকে একটি শাড়ি দিতে চান, তাহলে শাড়ির দোকানের বাক্স ফেলে লেমিনেটেড কাগজে প্যাকেটের ভাঁজের আকারে মোড়ক বানান। তাতে উপহারের আবেদন বেড়ে যাবে।
০ দৈনিক পত্রিকার কাগজ দিয়ে সুন্দর করে উপহারটা মুড়ে দিন। রঙিন ছোট কাগজের টুকরো লাগিয়ে নিতে পারেন। তার উপর গাঢ় রঙ দিয়ে দুটি ফুল এঁকে দিতে পারেন।
০ মিষ্টির জন্য রকমারি হাড়ি ও বাক্স পাওয়া যায়।
০ কুলোয় সাজিয়ে দিতে পারেন রকমারি শৌখিন জিনিস।
প্রাপ্তিস্থান
আজিজ সুপার মার্কেটের আইডিয়াস, আগোরা, পিকিউএস, প্রবর্তনা, ইস্টার্নপ্লাজা ক্রিয়েশন, আড়ংসহ বিভিন্ন শো-রুমে র্যাপিং পেপার ও নানা ধরনের ব্যাগ পাবেন।
0 comments:
Post a Comment