RSS

Friday, June 12, 2009

এই গরমে ছাতা

চারিদিকে কাঠফাঁটা রোদ্দুর। গরমে ডিমও সেদ্ধ হয়ে যাবে এমন অবস্থা। এখনকার সময়ে কাকডাকা ভোরবেলাও যদি কেউ বাইরে বেরোন তারও যেন প্রাণ হাঁসফাঁস করে একটুখানি শীতল পরশের আকাঙক্ষায়। রাস্তায় হাঁটলেই মানুষের অস্থিরতা চোখে পড়ে। এই গরমে নানারকম রোগবালাইয়ের সৃষ্টি হয়। আর সবচেয়ে বেশি, দ্রুত ও সরাসরি ক্ষতিগ্রস্থ হয় মানবদেহের ত্বক। রোদের সংস্পর্শে ত্বক পুড়ে যাওয়া ছাড়াও নানারকম র‌্যাশ, অ্যালার্জি ইত্যাদির প্রকোপ দেখা দেয়। সব মিলিয়ে রোদের যন্ত্রণায় আমাদের ত্রাহি ত্রাহি অবস্থা। কিন্তু তাই বলে তো আর ঘরে বসে থাকা যাবে না। তাই এই গরমে বাইরে বেরুতে হলে সঙ্গে থাকা চাই ছাতা। যারা নিজস্ব যানবাহনে চলাফেরা করেন তাদের কথা আলাদা। কিন্তু যাদের রাস্তায় হাঁটতে হয় তাদের জন্য ছাতার বিকল্প নেই। প্রায় সবখানেই ছাতা পাওয়া যায়। বাজারে নানারকম ছাতা পাবেন। কালো, সাদা’সহ আরো অনেক রঙের ছাতা পাওয়া যায়। গরমের সময়ে চেষ্টা করুন কালো ছাতা এড়িয়ে চলতে। সেদিক দিয়ে সাদা বা হালকা রঙের ছাতা অনেক বেশি কার্যকরী। কারণ কালো রঙ অধিকমাত্রায় তাপ শোষণ করে। যেকোনো বড় ধরনের ছাতা পাবেন ৮০ থেকে ৩০০ টাকার মধ্যে। এগুলো সাধারণত একপার্টের ছাতা। দুই বা দিন পার্টের ভাজ করা টিপছাতা পাবেন ২০০ থেকে ১২০০ টাকার মধ্যে। ভাজ করা ছাতাগুলো বন্ধ অবস্থায় ছোট বলে বহন করতে বেশ সুবিধা হয়। আজকাল কিছু কিছু ছাতা পাওয়া যায় যার সুইচের মাধ্যমে কেবল খোলা নয় বন্ধও করা যায়। এসব ছাতার দাম পড়বে ১০০০ থেকে ২০০০ টাকার মধ্যে। এবার আপনার মন মতো ছাতা কিনে নিন, আর রোদ থেকে বাঁচান আপনার ত্বককে।

0 comments:

Post a Comment