RSS

Monday, June 29, 2009

বানিয়ে নিন পছন্দের ব্লাউজ

একটি ব্লাউজ বানাতে নাকি ৫৫০ টাকা? অনেকে আবার ১৫০০-২০০০ টাকাও দেয়। বাচ্চার স্কুল ছুটির অপেক্ষায় পাশে দাঁড়ানো ভাবিদের গল্প শুনে তো থ আফরোজা রহিম। ভাবছিলেন, এ তো খাজনার চেয়ে বাজনা বেশি। শাড়ি ঠিক থাকলেই তো হয়, ব্লাউজে এত মনোযোগ দেওয়ার কীই বা আছে? আছে বৈকি। ব্লাউজটি যদি সুন্দর এবং শাড়ির সঙ্গে মানানসই না হয়, তাহলে তো সবই মাটি। পরিধেয় শাড়িটিকে অপূর্ব করে তোলার জন্য ব্লাউজটিও হওয়া উচিত দারুণ।

নকশা করা ব্লাউজ
এক রঙের ব্লাউজের প্রতি আকর্ষণ এখন অনেকটাই কমে গেছে। জায়গা করে নিচ্ছে বিভিন্ন নকশায় অলংকৃত ব্লাউজগুলো। একটু ভিন্নতা আনতে দেওয়া হচ্ছে হাজারো প্রচেষ্টা। ধরা যাক সাধারণ ব্লকের কথাই। এক রঙা কাপড়ের ওপর শুধু ব্লক ব্যবহার করেই আনা যায় অভিন্নতা। দরকার রং ব্যবহার করার সময় একটু সচেতনতা। শুধু একটা নয়, তিন-চারটা রং ব্যবহার করেও ব্লাউজের কাপড়টিকে সুন্দর করে তোলা যায়। জানান বাংলার মেলার প্রতিষ্ঠাতা এবং অলংকারক এমদাদ হক।
ব্লাউজটিকে কীভাবে সহজেই আকর্ষণীয় করে তোলা যাবে, এ সম্পর্কে তিনি জানান আরও কিছু পদ্ধতির কথা।
−কাপড়টি পছন্দমতো রঙে ব্লক বা প্রিন্ট করুন।
−ব্লক করা কাপড়ের ওপর লাগাতে পারেন ছোট ছোট গ্লাস। অবস্থান হতে পারে হাতে, গলায় অথবা ছড়িয়ে-ছিটিয়ে।
−কাচের অতিরিক্ত ঝিলিকমিলিক পছন্দ নয়। তবে হয়ে যাক চুমকির চমকধমক। হালকা বা পেটানো চুমকির কাজ এখন প্রশংসা পাচ্ছে সব জায়গায়ই।
−তবে যুগটা এখন লেস লাগানোর। বিপরীত রঙের লেস বা এমব্রয়ডারির সঠিক ব্যবহার পিঠের কিছুটা জায়গাজুড়ে লম্বাভাবে পর পর লেস লাগিয়ে নিন। দেখলে মনে হবে, একটার ওপর আরেকটা বসিয়েছেন। সে ক্ষেত্রে গলায় আর না দিয়ে শুধু হাতে লাগান।
−শুধু শাড়িতে নয়, অ্যাপ্লিকের কাজটি করান ব্লাউজের কাপড়েও।
−করাতে পারেন জারদৌসির পিটানো ভারী কাজ। এক রঙা শিফন বা মসলিনের সঙ্গে মানানসই হবে।
তবে চুন্দ্রি প্রিন্ট, বাটিক এবং হ্যান্ডপেইন্ট করা কাপড়গুলো ব্লাউজ তৈরিতে আনবে অভিন্নতা−জানান পিরানের ডিজাইনার হোসনা বানু। গলায় ও হাতে ইয়কের ব্যবহারও ভালো লাগবে বলে মনে করেন তিনি।
চলতি কাটছাঁট
শাড়িতে পরিপূর্ণতা আনতে ব্লাউজটি হওয়া উচিত মানানসই ছাঁটে। আন্তর্জাতিক ফ্যাশনের সঙ্গে তাল মিলিয়ে আমাদের দেশে ব্লাউজে চলে এসেছে বৈচিত্র্য।
ব্লাউজে কমবেশি সবাই উঁচু কলার দেয়। তবে শার্টের কলারটিও মন্দ হবে না বলে জানান এমদাদ হক।
0 অফ শোল্ডার আমাদের দেশে এখনো তেমনভাবে প্রচলিত নয়।তবে ছাঁটে একটু এদিক-ওদিক করলে আপনিও অফ শোল্ডার পরতে পারবেন অনায়াসে। সে ক্ষেত্রে অফ শোল্ডার ব্লাউজটির ওপরের অংশটি পাতলা কাপড় দিয়ে বানাতে হবে। অফ শোল্ডার ভাবটি থাকার পাশাপাশি কাঁধের ওপরের অংশটিও ঢাকা থাকবে।
0 বাদ থাকবে কেন হাতা। ব্লাউজের গলার পাশাপাশি হাতা তৈরিতেও চলছে গবেষণা। শর্ট স্িলভ, কোয়ার্টার হাতা, ফুল হাতাতেও সুন্দর লাগবে ব্লাউজটি। ফুল স্িলভ হাতাটি চুড়িদার স্টাইলে বানালে বেশি ভালো লাগবে।
0 হাতাটিতে আরেকটু ভিন্নতা আনতে ক্রুশের কাজ লাগাতে পারেন।
0 একটু লম্বা করে চেলির ছাঁটেও বানিয়ে নিতে পারেন আপনার ব্লাউজটি।
0 মোটা শরীরের অধিকারীরা বেশির ভাগ সময়ই দ্বন্দ্বে থাকেন কোন ছাঁটটি আনলে ভালো লাগবে দেখতে। অনেকের মতে, ছোট হাতার ব্লাউজ পরলে দেখতে ভালো লাগবে। এটি একেবারেই ভুল ধারণা। যাদের হাত মোটা, সব সময় ব্লাউজের হাতাটি বড় রাখুন। এতে শুকনো লাগবে।
0 ব্লাউজটি লম্বা বানাবেন। কখনোই ছোট করবেন না।
0 গলার ক্ষেত্রে ছাঁটটি ভি-ছাঁটে রাখলে ভালো লাগবে।
0 যাঁদের কাঁধ চওড়া তাঁরা গোল, ভি-ছাঁটে অথবা ওভাল গলা পরুন।
সবচেয়ে বেশি মজা চিকন শারীরিক কাঠামোর অধিকারীদের। শর্ট হাতা, স্িলভলেস, বড় হাতা যেকোনো ছাঁটে অবাধ স্বাধীনতা তাঁদের। তাঁরা লম্বায় ছোট ব্লাউজগুলোও পরতে পারবেন অনায়াসে। গলার কাট, সেখানেও কোনো বাধা নেই।
কোথায় পাবেন
গাউসিয়া ও নিউমার্কেটের দোকানগুলোতে একটু খুঁজলেই পেয়ে যাবেন কাজ করা ব্লাউজগুলো ৫০-৩০০ টাকায়।
সাদা-কালো: ১৮০-১৩০০ টাকায় পাবেন এখানকার ব্লাউজগুলো।
বাংলার মেলা: চুন্দ্রি প্রিন্টের ব্লাউজগুলোর মূল্য ১০০ টাকা।
পিরান এবং রঙ: বিভিন্ন নকশায় পাবেন এখানকার ব্লাউজগুলো। আছে বাটিক, সুতোর কাজ, চুন্দ্রি প্রিন্ট।

0 comments:

Post a Comment