Friday, June 12, 2009
ঘর সাজাতে কুশন
আরাম উপকরণ হিসেবে জনপ্রিয় হলেও ঘর সাজাতে এখন কুশন বেশ জনপ্রিয়। ঢাকার অভিজাত শপিং সেন্টার থেকে শুরু করে ছোট-খাটো মার্কেটগুলোতেও এখন কুশন বিক্রি হয়। কুশন কেনার আগে ঠিক করে নিন ঘরের কোন কোন অংশে আপনি কুশন সাজাবেন। পাশাপাশি কুশনের মাপ বুঝে নিন। কুশন কিনতে: ১. একই মাপের অনেক কুশন না কিনে বিভিন্ন মাপের কিনুন। ২. কুশন কভার কেনার সময় আপনার ঘরের দেয়াল, পর্দা এসবের রঙের সাথে মানানসই কুশন কভার কিনুন। ৩. বিছানায় ব্যবহারের জন্য অপেক্ষাকৃত ছোট কুশন কিনুন। আর সোফা কিংবা ডিভানের জন্য কিনুন বড় কুশন। ৪. চাইলে বড় কুশন দিয়ে বসার আয়োজন করতে পারেন। কিন্তু সেক্ষেত্রে একটা শতরঞ্জীর উপরে কুশন বিছিয়ে দিন। ৫. কুশন তৈরির কাপড়টাও ভাল হওয়া চাই। এতে কুশন অনেকদিন পর্যন্ত ভাল থাকবে। ৬. বাজারে নানান ধরনের কুশন পাওয়া যায়। তুলার তৈরি কুশন একটু ভারি হওয়াতে এ ধরনের কুশন ফ্লোর বা ডিভানের জন্য আদর্শ। আর সোফা কিংবা বিছানা সাজাতে সিনথেটিক তুলার কুশন ব্যবহার করুন। ৭. বাচ্চাদের রুম সাজাতে নানান আকৃতির কুশন ব্যবহার করুন। এক্ষেত্রে পুতুল আকৃতির কুশন হতে পারে সেরা পছন্দ। ৮. গাড়ির ভেতরে অনেকেই এখন আরাম করতে ও সাজ-গোজের জন্য গাড়ি ব্যবহার করে থাকে। এসব ক্ষেত্রে সিল্ক অথবা ভারি কাজ করা কুশন ব্যবহার করুন। কুশনের বাজার সদাই: কুশন কেনার জন্য যেতে পারেন বিভিন্ন বালিশ আর সোফার ফোম বিক্রির দোকানগুলোতে। এছাড়া ইদানিং ফ্যাশন হাউজগুলো কুশন কভারের সাথে সাথে বিভিন্ন আকৃতির কুশন বিক্রি করে থাকে। যেতে পারেন আড়ং, কে-ক্রাফট, নগর দোলা কিংবা এটসেটরায়। এসব জায়গাতে নানান আকৃতির, ধরনের আর মাপের কুশন পাবেন। কুশনের পাশাপাশি এখানে পাবেন রকমারি কুশন কাভারও। এছাড়া সচ্চায় কুশন কিনে কভার আলাদা কিনে নিতে পারেন। সেক্ষেত্রে সবচেয়ে ভাল জায়গা ঢাকার নিউমার্কেট-এর নিচতলার কুশনের বাজার। খুব কমদামে এখানে সিনথেটিক তুলার কুশন পাবেন। এখানে চাইলে আপনি কিছু দোকানে ইচ্ছেমতো মাপের কুশন অর্ডারও করতে পারবেন। যেতে পারেন মৌচাক মার্কেটের পেছনে আনারকলি মার্কেটে। এখানে কুশন কেনার পাশাপাশি পছন্দসই কুশন কভার ডিজাইন করার সব অনুসঙ্গ পেয়ে যাবেন। ঢাকার আর একটা কুশন কেনার মার্কেট গুলশান ১নম্বর মার্কেট। এখানে আসবাবপত্রের দোকনগুলোর আশপাশে বেশকিছু কুশন কেনার দোকান আছে। তবে এখানে কুশনগুলো মানে যেমন ভাল দামেও তেমন চড়া। শপিংহাউজগুলোতে নানান মাপের কুশনের দাম পড়বে ২০০ থেকে হাজার পর্যন্ত। মাপ আর আকৃতি অনুসারে এই দাম ওঠা নামা করবে। তবে খুব বড় কুশন বাজার থেকে না কিনে অর্ডার দিয়ে বানিয়ে নিলেই ভাল। আর নিউমার্কেট কিংবা আনারকলি থেকে কুশন কিনলে পাবেন জোড়া ২৫০ থেকে ৩০০ টাকার মধ্যে। সম্প্রতি ফার্নিচার প্রচ্চুতকারী প্রতিষ্ঠান অটোবি তাদের ঘর সাজানোর উপকরনের তালিকায় কুশন যুক্ত করেছে। তাই এখানেও আপনি নানান মাপের কুশন পাবেন। কিন্তু দামটা একটু বেশী।
0 comments:
Post a Comment