RSS

Friday, June 12, 2009

বাথরুমের পরিচর্যা

বাথরুম শব্দটার সঙ্গে জড়িয়ে আছে আরাম ও স্বস্তির বিষয়টি। একটি পরিচ্ছন্ন বাথরুম আপনাকে এনে দিতে পারে প্রশান্তি। বাথরুমকে ঝকঝকে রাখার কিছু টিপস্-
০ দীর্ঘদিন একইরকম বাথরুম ব্যবহার করে যদি একঘেঁয়ে লাগে তবে টাইলসে কোনো মোটিফ বা ছোট ফুল এঁকে নিন।
০ বাথরুম তৈরির সময় নজর রাখুন যেন প্রথমে বেসিন, তারপর কমোড এবং সবশেষে শাওয়ার থাকে।
০ বাথরুম সবসময় শুকনো রাখুন তা না হলে বাচ্চা বা বয়স্কদের পড়ে যাওয়ার আশংকা থাকে। সম্ভব হলে অ্যান্টি-স্কিড টাইলস ব্যবহার করুন।
০ বাজারে নানা ধরনের ব্রাশ, মপার পাওয়া যায়। বাথরুমে এগুলো রাখুন।
০ বাথরুম ব্যবহারের পর কিছুক্ষণ দরজা খুলে রাখুন। এতে বাতাস চলাচলের সুবিধা হয়।
০ শাওয়ারের চারপাশে কার্টেন ব্যবহার করুন। এতে করে গোসলের সময় পানিতে ভিজে যাবে না।
০ সাবান, পেস্ট, টুথব্রাশ ইত্যাদি নির্দিষ্ট জায়গায় রাখুন।
০ প্রতিবার ব্যবহারের আগে এবং ব্যবহারের পর টয়লেট সিট ধুয়ে নিন।
০ বাথরুমের ভ্যাপসা গন্ধ তাড়াতে বাথরুম ফ্রেশনার এবং ন্যাপথলিন ব্যবহার করুন।
০ নিয়ম করে পানির ট্যাংক পরিষ্কার রাখুন। পানি পড়ে থাকলে বেসিন কমোডে দাগ হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে।
০ কখনো গরম পানি দিয়ে বাথরুম পরিষ্কার করবেন না। এতে কমোড, বেসিন ক্র্যাক হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে।

0 comments:

Post a Comment