RSS

Saturday, June 13, 2009

সৌরভে সামার ফ্রেশ

চারিদিকে শুরু হয়েছে তাপের প্রতাপ। যারা নিয়মিত ঘর ছেড়ে বাইরে বেরিয়ে আসেন তাদের জন্য এই তাপ জন্ম দেয় বাড়তি ঘামের। ফলে অনেক সময়ই শারীরিক অস্থিরতার পাশাপাশি জন্ম দেয় অস্বস্তিকর গন্ধের। এই অবস্থা থেকে রেহাই পেতে সবার মন চায়। তাদের জন্যই থাকছে প্রতিদিন মেনে চলার মতো সহজ কিছু উপায়ের হদিস।
০ প্রতিদিন পরিষ্কার করে ধোয়া কাপড় পরার চেষ্টা করুন।
০ সুতি কাপড়ের জামা কাপড় বেশি করে ব্যবহার করুন।
০ গরমের সময় অপেক্ষাকৃত টাইট জামা কাপড় এড়িয়ে চলার চেষ্টা করুন।
০ পরিবেশের উপর নির্ভর করে ঠিক করে নিন এই সময় আপনার জন্য কোন ধরনের পারফিউম ঠিক হবে।
০ যেদিন মনে করবেন ঘাম বেশি হবে এরকম পরিবেশ সেসময়ে হালকা লেমন ফ্রেশ, লেভেন্ডার, গোলাপ সুগন্ধী ব্যবহার করুন। উগ্র সৌরভ এড়িয়ে চলার চেষ্টা করুন।
০ মনে রাখবেন উগ্র সৌরভ দুর্গন্ধ ছড়াতে সাহায্য করে তাই এ বিষয়ে বাড়তি সতর্ক অবলম্বন করা জরুরি। সকালে হালকা সৌরভ আর সন্ধ্যার পরে ভারি সৌরভের পারফিউম ব্যবহার করুন।
০ ঘামের উপর সরাসরি পারফিউম স্প্রে করবেন না। এতে ঘামের সঙ্গে কেমিক্যাল রি-অ্যাকশানে কিছুক্ষণ আরো বেশি উগ্র গন্ধ বের হবে।
০ কবজি, গোড়ালি, ঘাড় আর হাতের বাহুমূলে পারফিউম লাগান। বিশেষ দিনে হাতে তালুতেও সামান্য পারফিউম লাগাতে পারেন।
০ এক সঙ্গে অনেক পারফিউম মেখে ফেলবেন না। জামা কাপড়েও সরাসরি স্প্রে করবেন না এতে দাগ হয়ে যেতে পারে এবং কাপড়ে এই সৌরভের সঙ্গে ঘামের মিশ্রণ ভবিষ্যতে পোশাকে স্থায়ী গন্ধের সূচনা ঘটাতে পারে।

0 comments:

Post a Comment