RSS

Friday, June 12, 2009

গরমের জন্য সাদা

চারিদিকে গরম বাড়ছে। সময়ের সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে তাপমাত্রার মেজাজ। চারপাশের যান্ত্রিকতা কেড়ে নিচ্ছে পরিবেশের স্বাভাবিক তারল্য। উষ্ণতার ছোঁয়া নিয়ে বেড়ে চলেছে আর্দ্রতার তারতম্য। পৃথিবীর উষ্ণতা যেমন বাড়ছে তেমনি উষ্ণতা বাড়ছে আমাদের জলবায়ুরও। পাশাপাশি ঘনবসতির কারণে প্রতিনিয়ত আমরা হয়ে উঠছি গাঁ ঘেষাঘেষি মানুষ। এই মধ্য মে’তে এসে সূর্যের তাপ যেমন বাড়ছে তেমনি সামনের জুনে তা বাড়বে আরো বেশি। সামনের সেই দিনগুলো নিয়ে স্বস্তি পেতে তাই আমাদের প্রয়োজন এমন কিছু যা এই গরমের তাপমাত্রাকে কিছুটা হলেও লাঘব করবে। আর বাইরের এই পরিবেশের তাপমাত্রা নিয়ন্ত্রণে আমাদের প্রয়োজন শরীরের ভেতরের আর্দ্রতাকে নিয়ন্ত্রণ করা। শরীরের ত্বককে যতোটা আদর দেয়া যাবে ততোটাই সম্ভাবনা বাড়বে গরমের শরম পাবার। শরীরকে স্বস্তি দিতে তাই এই গরমে ফ্যাশনে প্রাধান্য পাবে সাদা। পোশাকে সাদার প্রভাব এই গরমে যেন প্রশান্তির প্রলেপ। ফ্যাশনে সাদার বিস্তর্ণ বিস্তরণ নিয়ে কড়চা’র এই সংখ্যার মুল ফিচার গরমের জন্য সাদা। লিখেছেন মোর্শেদ নাসের টিটু

তাপমাত্রা বিস্মৃতিতে হঠাৎ করেই যেন লঘুচাপ লেগেছে। তাই গরম বেড়ে চলেছে। ঠান্ডা এক গ্লাস পানি কিংবা তিনবেলা গোসল অথবা হাতপাখার বাতাস কোন কিছুই আর পরিপূর্ণ স্বস্তি দিচ্ছে না। তাই বলে প্রস্তুতিতে কি কমতি থাকবে? হতে পারে না। বরং গরমের এই অত্যাচার থেকে মুক্তি পেতে আমরা নির্ভর করতে পারি চিরন্তর রঙ সাদার উপর। গরম এমনিতেই আমাদের ত্বকের জন্য স্পর্শকাতরতা তৈরি করে। সূর্যের সেই তান্ডবলীলা থেকে মুক্তি পেতে আমরা সাদা’তেই মুক্তি পেতে পারি। শুধু তাপমাত্রার শোষণ আর বিকিরণ বৈপরীত্বের জন্য নয়, বরং যুগ যুগ ধরে সাদা বিবেচিত হয়ে আসছে পবিত্রতা, সাধারণ আর আরামের পোশাকের যুৎসই রং হিসেবে। তাই বিশ্বজুড়েই সামার স্টাইলে প্রাধান্য পায় সাদা’র বাহাদুরি। বিশিষ্ট্য ফ্যাশন ডিজাইনার মাহিন খানের মতে, সাদা শুধু গরমের পোশাকের আরামই নয়, বরং তা বিবেচিত হচ্ছে আমাদের ঐতিহ্যের সঙ্গেও। যখন পরিবেশের ভারসাম্য ব্যাপকভাবে বজায় ছিল তখনও আমরা সাদা রঙই খুঁজে পেয়েছি আমাদের আপন ঐতিহ্য। গরমের আরামের পাশাপাশি তাই সামার ক্যাটালগে অনেক বেশি গুরুত্বপূর্ণ জায়গা দখল করে আছে সাদা। ইতোমধ্যেই পরিবেশের নতুন অবস্থানে আমরা ধীরে ধীরে বৈপরীত্বের আবহাওয়ায় অভ্যস্ত হয়ে উঠছি। সচেতনার সেই মাত্রা ধরেই দেখা যায় যে, প্রকৃতির এই নতুন খেয়ালে আমাদের পোশাক নির্বাচনে আমরা গুরুত্ব দিচ্ছি রুচিবোধের পাশাপাশি স্বস্তির নানা বিশ্লেষণে। তাই ঘর আর ঘরের বাইরের পোশাকে এই গরমে সাদা রঙ হয়ে উঠে অবয়বের শান্তির প্রতিমূর্তি। পোশাক হিসেবে সাদা রঙ শুধু তাপ শোষণ থেকে বিরত রাখে না বরং চোখের জন্যও এনে দেয় অন্যরকম স্বস্তি। এই সময়ে তাই মেয়েদের পোশাকের ক্ষেত্রে সাদা শাড়ি কিংবা সালোয়ার কামিজ অনেক বেশি জনপ্রিয়। সাদা’র সঙ্গে সাদা সুতোর কাজে জনপ্রিয় হয়ে উঠে তাই শাড়ি ও সালোয়ার কামিজের নানা কাটিং। কাপড়ের ধরণ হিসেবে সাদা সুতি কাপড় অনেক বেশি জনপ্রিয়তা পায়। তবে বৈচিত্র্য আনতে সুতির পাশাপাশি শিফন, কটন কোটা কিংবা টাঙ্গাইলের সুতি শাড়িও জনপ্রিয়তা পায়। এধরনের পোশাকের ক্ষেত্রে চুড়িদারের চেয়ে সালোয়ারই গরমে জনপ্রিয় থাকে বেশি। যারা শাড়ি পরতে স্বাচ্ছন্দ্যবোধ করেন তাদের কাছে এই গরমে সাদা সুতির পাশাপাশি সিল্ক, জর্জেট, লেস ইত্যাদি নানাধরনের শাড়িও কম জনপ্রিয় নয়। মাহিন খানের মতে, এই গরমে আরামদায়ক পোশাক পেতে সাদা ফতুয়াও ছেলেমেয়ে উভয়ের জন্যও কম জনপ্রিয় নয়। ফতুয়ায় ফ্যাশন যেমন প্রাধান্য পায় তেমনি আরামদায়ক পোশাক হিসেবেও তা বিবেচিত হয়। তবে ঢিলেঢালা বলে বাইরে চেয়ে বাসার পোশাক হিসেবেই ফতুয়ার জনপ্রিয়তা বেশি। এই সময়ের পোশাকে সাদা রঙ অন্যতম গুরুত্বপূর্ণ অধ্যায় হয়ে ওঠে এর স্নিগ্ধ প্রতিবিম্বেরর জন্য তাই সাদা আদ্দি কাপড়ের যেমন স্বস্তি পাওয়া যায় তেমনি স্বস্তি পাওয়া যায় সাদা খদ্দেরেও। সাদা’র এই চিরন্তন বিবর্তনে গরমে পোশাকের কাটিংয়ের ধরন নানাভাবে আলোচিত হলেও সাদা রঙের প্রয়োজনীয়তা থেকে যায় এক সর্বাত্মক গ্রহণযোগ্য মাত্রায়। এমনকি সাদার রিফ্লেকশান ক্ষমতার কারণেও তা যেমন ক্লাসিক লুক সৃষ্টি করে তেমনি সাদার সার্বজনীনতা তাকে সবসময় তরুণ আর চির আধুনিক করে রাখে। তাইতো অভিনেত্রী জয়া আহসানের পছন্দের পোশাকের তালিকায় সাদা’র প্রাধান্য অনেক বেশি। তার মতে, আরামের পাশাপাশি সাদা রঙের পোশাক বছরের এই প্রাকমধ্যবর্তী পর্যায়ে এক ভিন্নধরনের স্বস্তির সন্ধান দেয়। চারপাশের তীব্র উষ্ণতা সাদা’র ভেতরে এসে যেন নিজের জেদ হারিয়ে ফেলে। সেই বিশ্বাসের প্রতি বলীয়ান থেকেই সাদা’কে গরমের সবচেয়ে বড় আপনজন বলা যায়। শুধু পোশাকে নয়, বরং চারপাশের সবকিছুতেই এই গরমে ছড়িয়ে দেয়া উচিত সাদা’র মাহাত্ম।

0 comments:

Post a Comment