বিভিন্ন জরুরি পরিস্থিতিতে বিশ্বব্যাপী রেড ক্রিসেন্ট জরুরি সেবা প্রদান করে থাকে। অন্যান্য দেশের মতো আমাদের দেশেও রেড ক্রিসেন্টের এ ধরনের সেবাসমূহ অসহায় দরিদ্র এবং দুর্যোগ পীড়িতদের নানাভাবে সাহায্য করে চলেছে। জরুরি প্রয়োজনে রেড ক্রিসেন্টে যোগাযোগের জন্য জেনে নিন কয়েকটি ফোন নম্বর-
অ্যাম্বুলেন্সের জন্য- ৯৩৫৮৭৯৯, ৯৩২৫৪০, ৯৩৩০১৮৮, ৯৩৩০১৮৯, ৯৩৫২২২৬, মোবাইল : ০১৭১১০৩২৯৫১
ব্ল্যাড ব্যাংক- ৮১২১৪৯৭, ৯১১৯৬৯৩
দুর্যোগ পরিস্থিতিতে যোগাযোগের জন্য- ৯৩৫৩৮১৬
হারিয়ে যাওয়া ব্যক্তির সন্ধান পেতে- ৯৩৫৪২৯৬।
0 comments:
Post a Comment