RSS

Wednesday, June 17, 2009

আপনার গাড়ির যত্ন

হুটহাট করে আপনাকে বেরিয়ে যেতে হতে পারে কোনো গুরুত্বপূর্ণ কাজে। আর সেজন্য আপনার দরকারী বাহন গাড়িটিকে প্রস্তুত থাকা চাই প্রতি মুহূর্তে। সবসময় ত্রুটি মুক্ত অবস্থায় আপনার গাড়ি রাখতে হলে প্রয়োজন নিয়মিত সঠিক পরিচর্যা। সেজন্যই কিছু টিপস্ দেয়া হলো-

রেডিয়েটরের পানির স্তর নিয়মিত পর্যবেক্ষণ করুন। স্তর নিচে নেমে গেলে পরিষ্কার পানি দিয়ে ভরে দিন। ইঞ্জিনে তেলের পরিমাণ কমে গেলে প্রয়োজন মতো তেল দিয়ে পূরণ করুন। মাস্টার সিলিন্ডারে ব্রেক অয়েল পটের লেভেল দেখুন। কমে গেলে ভর্তি করুন। একইভাবে ব্যাটারির এসিড লেভেল কমে গেলে পাতিত পানি দিয়ে ভরে দিন। গাড়ির হেড লাইট, ইন্ডিকেটর লাইটসহ সব ধরনের লাইট ভালভাবে জ্বলছে কিনা পরখ করুন। গাড়ির চাকার হাওয়া চেক করুন। হাওয়া কম থাকা অবস্থায় বেশিক্ষণ গাড়ি চালাবেন না। এরকম সময়ে চাকায় হাওয়া ভরে নিন। গাড়ির হর্ণ ভালভাবে বাজছে কিনা দেখুন। চাকার নাটগুলো ঢিল থাকলে টাইট দিয়ে নিন। ব্রেক কাজ করে কিনা নিশ্চিত হয়ে নিন। সর্বোপরি গাড়ির আউটলুক বজায় রাখতে সবসময় গাড়ির ধুয়ে মুছে রাখুন।

0 comments:

Post a Comment