RSS

Wednesday, June 17, 2009

রেফ্রিজারেটরকে সুস্থ রাখুন

০ দেয়াল ঘেষে কখনও ফ্রিজ রাখবেন না। দেয়ালর থেকে কমপক্ষে ১৫ সেন্টিমিটার দূরে রাখুন। যাতে ফ্রিজের পেছনে থেকে ভালভাবে বাতাস চলাচল করতে পারে।
০ ফ্রিজের সামনের দিকটা একটু উচু আর পেছনটা একটু নিচু করে বসান। এতে সামনের দরজাটা সহজে বন্ধ হবে।
০ রোজ ১ বার ফ্রিজের ভেতরটা পরিস্কার করুন। সপ্তাহে ১ বার পুরোটা খালি করে পরিস্কার করতে চেষ্টা করুন। নইলে খাবার থেকে ভেতরে দুর্গন্ধ তৈরি হবে।
০ নতুন ফ্রিজ কিনে এনেই তাতে খাদবস্তু রাখবেন না। কমপক্ষে ১ ঘন্টা চালান। তারপর ব্যবহার শুরু করুন।
০ খাবারের উপরে পলিথিনের মোটা আস্তরন থাকলে খাবার সঠিক ভাবে ঠান্ডা হবে না। তাই নষ্ট হয়ে যেতে পারে এমন খাবার কাগজে মুড়িয়ে রাখুন।
০ কাঁচা তরকারি পলিথিনে মুড়িয়ে রাখলে বেশি টাটকা থাকবে।
০ ফলের মধ্যে কলা, তরমুজ, ফুটি, খরমুজ প্রভৃতি ফল ফ্রিজে রাখবেন না। কারণ এগুলো ঠান্ডা হলে দুর্গন্ধ ছড়ায়।

0 comments:

Post a Comment