RSS

Friday, June 12, 2009

ফুল সাজাতে সতর্কতা

১. ফুলদানীতে ফুটানো পানি ব্যবহার করবেন না। পানি পাল্টে রাখুন প্রতিদিন।
২. বড় ফুলদানীর উপরে ছোট একটা ফুলদানী সাজিয়ে তাতে অর্কিড সাজাতে পারেন।
৩. ঝুলন্ত ফুলদানীতে লতা টাইপ ফুল সাজান।
৪. গোলাপ, ডালিয়া এমন সব গাঢ় রঙের ফুলের সাথে ১-২টা জিপসির ডগা জুড়ে দিন, দেখবেন কি অসাধারণ লাগছে দেখতে।
৫. বাজার থেকে কাঁচা ফুল কেনার সময় একটু কলি দেখে কিনবেন। তাহলে সেটা বেশী দিন ভাল থাকবে।

0 comments:

Post a Comment