RSS

Wednesday, June 17, 2009

বই গুছাবেন যখন

০ যখন বই গুছাবেন, তখন বিষয় অনুযায়ী গুছিয়ে রাখুন। এতে বই খুঁজে পেতে সুবিধা হবে।
০ বিষয় অনুযায়ী আলমারীতে সাবজেক্টের লেবেল লাগিয়ে দিন।
০ সহজেই যাতে বই খুঁজে পাওয়া যায় সেজন্য বইয়ে লেবেলিং ও ট্যাগ লাগিয়ে নিতে পারেন।
০ যদি স্যাঁত স্যাঁতে ভিজে ঘরে বই রাখেন, তাহলে বইয়ে ড্যাম্প লেগে যেতে পারে। তাই এ ব্যাপারে সতর্ক হোন।
০ বই গুছানোর সময় খেয়াল করুন বই ছেঁড়া কিংবা পাতা আলগা আছে কিনা, থাকলে বাঁধিয়ে নিন। সম্ভব হলে পেশাদার বাঁধাইকারীর সাহায্য নিন।
০ বইয়ে যাতে পোকামাকড় না ধরে, সেজন্য উপযুক্ত ব্যবস্থা নিন। এক্ষেত্রে বইয়ের পাতার ফাঁকে ফাঁকে নিমের পাতা রেখে দেয়া যেতে পারে।
০ বই কখনো সরাসরি রোদে রাখবেন না। এতে বইয়ের ঝকঝকে পাতাও নষ্ট হয়ে যেতে পারে।
০ বই গুছানোর সময় লক্ষ্য করুন র‌্যাক পরিস্কার পরিচ্ছন্ন আছে কিনা। কারণ র‌্যাকে ধুলোবালি থাকলে সেটা বইয়ে লেগে বই অপরিচ্ছন্ন হয়ে যাওয়া স্বাভাবিক।
০ গাদাগাদি করে বই রাখবেন না। বই সোজা ভাবে রাখুন। আর বুক শেল্ফের মাপ অনুযায়ী বই রাখতে চেষ্টা করুন।
০ শেলফ থেকে বই নেওয়ার সময় পুরো স্পাইনটা ধরে বই বের করুন। শুধু উপরের অংশটা ধরে যদি বই বের করেন, তাহলে বই ড্যামেজ হয়ে যাবে।
০ শেলফ থেকে বই নিয়ে ঠিক জায়গায় রাখুন। তা না হলে ভারী বইগুলো পড়ে গিয়ে র‌্যাক অগোছালো হয়ে যাবে। নষ্ট হবে আপনার ঘরের সৌন্দর্য।
০ বই বাঁধার প্রয়োজন হলে রাবার ব্যান্ড বা শক্ত দড়ি ব্যবহার না করাই ভাল। এতে বইয়ের পাতা, কাভার ছিঁড়ে যাওয়ার আশংকা থাকে না।
০ যদি দূরে কোথাও বই পাঠাতে চান, তাহলে বক্স বা বড় খামের মধ্যে ভরে পাঠান। দড়ি দিয়ে বেঁধে নয়।

0 comments:

Post a Comment