RSS

Friday, June 12, 2009

কফি আর পিৎজার মজা

ছিমছাম ইন্টেরিয়র, সহনীয় আলোকসজ্জা আর কাপ, পিরিচের টুংটাং বাদ্য। সবমিলিয়ে আড্ডা দেয়ার একটা চমৎকার আয়োজন। ধোপদুরস্থ পোশাকে একদল চৌকশ তরুণ ছুটে বেড়াচ্ছে অর্ডার সার্ভ করতে। তাদের সবার হাতেই লোভনীয় সব খাবার। এমন দারুণ এই আড্ডা আয়োজনের জায়গাটি হচ্ছে কফি ওয়ার্ল্ড এন্ড পিৎজা কর্নার। বিশ্বের নামকরা এই খাবার ব্র্যান্ডটি এদেশে পরিচিত করেছে এটসেটরা। বিশ্বের বিভিন্ন দেশে ছড়িয়ে ছিটিয়ে আছে কফি ওয়ার্ল্ড এন্ড পিতজা কর্নার। এশিয়া মহাদেশেই ছড়িয়ে আছে তাদের ১৫০টি শাখা। আর এর মধ্যে বাংলাদেশে আছে মোট ৬টি শাখা। বাংলাদেশে কফি ওয়ার্ল্ড এন্ড পিৎজা কর্নার এর যাত্রা শুরু হয় ২০০৪ সালে। মূলত এটসেটরা গ্রাহকদের ভাল মানের কফি আর সেই সাথে কিছু খাবার আয়োজন করতেই কফি ওয়ার্ল্ড এন্ড পিৎজা কর্নার এদেশে নিয়ে আসে। কিন্তু একসময় এর জনপ্রিয়তা এতটাই বৃদ্ধি পায় যে এখন এটসেটরা আলাদা ভাবে কফি ওয়ার্ল্ড এন্ড পিৎজা কর্নার এর ৬টি শাখা ঢাকাময় বিস্তৃত করেছে। এর মধ্যে ১টি হচ্ছে বনানী ১১ নম্বর রোডে, ১টি ধানমন্ডি ২৭ নম্বর রোডে, ১টি গুলশান অ্যাভিনিউতে, ১টি সাত মসজিদ রোডে, ১টি আগারগাঁও আর একটি উত্তরা আরএকে টাওয়ারে। কফি ওয়ার্ল্ড এন্ড পিৎজা কর্নারে যেসব খাবার পাওয়া যাবে তা মূলত ২ ভাগে বিভক্ত। এর একটি ধরন পানীয় অর্থাৎ আইসক্রিম থেকে শুরু করে নানান ধরনের ঠান্ডা গরম পানীয়। আর পিৎজা কর্নারে মিলবে নানা ধরনের পিৎজা এবং রকমারি বেশ কিছু মেন্যু। কফি ওয়ার্ল্ডে পৃথিবীর প্রায় সব খ্যাতনামা কফি মিলবে। কোল্ড কফি, হট কফি, ক্যাপাচুনো, কফি উইথ ক্রিম, কফি আইক্রিম সব পাওয়া যাবে কফি ওয়ার্ল্ডে। মোট কথা কফির সাথে কিছুক্ষণ কাটাতে এর জুড়ি নেই। পাশাপাশি পানীয়ের সাথে অর্ডার করতে পারেন পিৎজা কর্নারের বেশকিছু রেসিপি। এখানে এপিটাইজারের মধ্যে আছে গার্লিক ব্রেড ৭০টাকা, পটেটো ওয়েজেস ১৩৫টাকা, হট ওইংস ১৯৫ টাকা। সালাদ পাওয়া যাবে- সামার সালাদ ১৬০ টাকা, গার্ডেন ভেজ টোসটেড সালাদ ১৫৫ টাকা, গ্রিলড চিকেন সালাদ ২২০ টাকা। মেইন কোর্স হিসেবে মাশরুম টমেটো পাস্তা পাবেন ১৭৫ টাকায়। ক্রিমি স্পিনাচ উইথ কর্ন পাস্তা পাওয়া যাবে ১৯৫টাকা, চিজ চিকেন পাস্তা ২৪৫ টাকা। পিতজা কর্নারে পিৎজা পাওয়া যাবে নানান আকার আর স্বাদে। এখানে ক্ল্যাসিক হট এর রেগুলার সাইজ পাওয়া যাবে ২১০ টাকায়, আর সবচেয়ে বড় সাইজের দাম পড়বে ৫৫০ টাকায়। পেপারনি সুপ্রিম রেগুলার সাইজের দাম পড়বে ২৯৫ টাকা আর সবচেয়ে বড় সাইজটির দাম পড়বে ৮০০ টাকা। মুলত আড্ডাবাজদের জন্যই সেরা জায়গা কফি ওয়ার্ল্ড এন্ড পিৎজা কর্নার। এছাড়া যারা কফি ভালোবাসেন, কফিতে মেতে থাকতে চান তাদের জন্যও কফি ওয়ার্ল্ড এন্ড পিৎজা কর্নার হতে পারে আদর্শ জায়গা। একমগ কফিতে ডুবে আপনি অনায়াসে নিরিবিলি পরিবেশে এখানে আড্ডা দিতে পারেন ঘন্টার পর ঘন্টা। গ্রুপ স্টাডি থেকে শুরু করে কর্পোরেট মিটিং সবকিছুকে স্বাগত জানায় কফিওয়ার্ল্ড। আর আপনার বাসা যদি হয় ধানমন্ডি, শংকর, গুলশান, বনানী, বারিধারা কিংবা পান্থপথ এলাকায় তাহলে ঘরে বসেই আপনি কফি ওয়ার্ল্ড এন্ড পিৎজা কর্নার এর কিছু নির্দিষ্ট মেন্যু উপভোগ করতে পারবেন। অর্ডার করতে হবে এই নম্বরে: ধানমন্ডি-০১৮৪১৭৯২৩৩৩, সাতমসজিদ রোড-০১৮৪১৭৯২৪৪৪, বনানী-০১৮৪১৭৯২০০০, ০১৮৪১৭৯২১১১।

0 comments:

Post a Comment