RSS

Saturday, October 17, 2009

পোশাকের নানা প্রথা

প্রতিদিন আমরা নানা কারণে ফ্যাশনের আশ্রয় নিতে বাধ্য হই। আধুনিক জীবনধারায় নিজেকে ফ্যাশন সচেতন করে তুলতে পারা সমসাময়িকদের সঙ্গে নিজেকে খুঁজে পাওয়ার এক ভিন্ন ধরনের চেষ্টা। শুধু তাই নয় আধুনিক লাইফস্টাইলে নিজস্বতা খুঁজে পেতেও কিছু পোশাকি প্রথা সম্পর্কে জেনে নিতে হয়। একথা সবাই জানে যে সব পোশাক সবার জন্য নয়। পোশাকেরও কিন্তু চরিত্র থাকে। আর পোশাকের সেই চরিত্রেই নির্ণীত হয় পোশাকের অধিকারীর জীবনযাত্রা। তাই নিজের পোশাকখানি কেমন হবে এই ভাবনায় আমাদের প্রত্যেকেরই উচিত প্রতিদিন নিজেকে সজ্জা করার আগে খানিকটা ভেবে নেয়া। এক্ষেত্রে কয়েকটি প্রাথমিক বিষয়

০ পোশাকের প্রথম কথাই হল কাট। ভাল কাটের এবং কোয়ালিটির পোশাক পরা অভ্যেস করুন।

০ আয়নায় নিজের চেহারার দোষ ও গুণ বুঝতে চেষ্টা করুন।

০ এমন পোশাক পড়ুন যাতে আপনার চেহারার ভাল দিক উন্মোচিত হয়, খুঁত ঢাকা পড়ে।

০ অন্ধের মতো অন্যকে অনুকরণ করবেন না।

০ ঠিক মাপের পোশাক পড়ুন।

০ এমন পোশাক পড়ুন যাতে স্বচ্ছন্দ বোধ করেন।

০ ঠিক মাপের, ভাল কোয়ালিটির, পরিষ্কার অন্তর্বাস ব্যবহার করুন।

যদি মোটা হন

০ বড় বড় ছাপা বা বুটি দেওয়া পোশাক বা শাড়ি পরবেন না।

০ এক রঙের পোশাক বাছুন। ছাপা পরতে ইচ্ছে হলে ছোট ছোট প্রিন্ট ব্যবহার করুন।

০ কালো কিংবা গাঢ় রঙের পোশাক পড়ুন।

০ তবে ঘোর গরমে, দিনদুপুরে এই সব রং ব্যবহার করবেন না।

০ চেকো অথবা ভি শেপ গলার পোশাক কিংবা ব্লাউজ পড়ুন।

যদি রোগা হন

০ হাইনেক কিংবা চাইনিজ কলার পরলে স্মার্ট দেখাবে।

০ একটু মোটা ধরনের কাপড়র অথবা শাড়ি ব্যবহার করুনআয়ে জড়িয়ে থাকা পাতলা পোশাক পরবেন না।

০ তাঁত, ঢাকাই, অরগ্যান্টা জাতীয় শাড়ি পরুন।

০ পুরো হাতা টপ, পাঞ্জাবি পরুন।

০ আড়ে ডুরে শাড়ি পরলে ভাল দেখাবে।

যদি বেঁটে হন

০ লম্বা ঝুলের জামা, কামিজ পরবেন না।

০ বেশি ঘেরের পোশাক পরবেন না।

০ ‘এ’ লাইনের পোশাক পরুন।

০ খুব ঘেরওয়ালা সালোয়ার পরবেন না।

০ চাপা সালোয়ার কিংবা চুড়িদার পড়ুন।

০ চওড়া পাড়ের শাড়ি পরবেন না।

০ বিরাট আঁচলের শাড়ি পরবেন না।

০ বড় ছাপা পরবেন না।

০ সলিড কালার কিংবা ছোট প্রিন্টের পোশাক পরুন

০ সালোয়ার স্যুট কিংবা ট্রাউজার ও টপের ক্ষেত্রে কনট্রাস্ট রঙের পরিবর্তে এক রং ব্যবহার করুন।

০ লম্বা ডুরে শাড়ি পড়ুন

০ উঁচু হিলের জুতো পড় ন।

যদি লম্বা হন

০ বড় ছাপা মানাবে ভাল।

০ লম্বা ডুরের চেয়ে আড়ে ডুরে ভাল দেখাবে।

০ লম্বা ঝুলের পোশাক পড়ুন

০ সালোয়ার স্যুট কিংবা ট্রাউজার ও টপের ক্ষেত্রে দুটি রং ব্যবহার করুন।

০ বন্ধ গলা জামা পরবেন না।

০ এ লাইন পোশাক পড়ুন। খুব ঘের দেওয়া পোশাক এড়িয়ে চলুন।

০ ি ভলেস অথবা লম্বা হাতা পোশাক পড়ুন। ছোট হাতা পরলে হাত মোটা দেখায়।

০ পাতলা শিফন পরলে রোগা দেখায় এই ধারণা ভুল। ঠিকঠাক ফিগারেই একমাত্র এই ধরনের শাড়ি মানায়।

০ ট্রাউজারের সঙ্গে সামান্য ঢিলে টপ পড়ুন।

০ টাইট পোশাক কখনওই পরবেন না।

০ কম ঝুলের পোশাক পরবেন না।

0 comments:

Post a Comment