Saturday, October 24, 2009
ফ্যাশনের রঙ যখন লাল
অস্তিত্ববাদী রঙ হিসেবে লালের অভিযাত্রা। জীবনের শুরুতে যেমন লালের অস্তিত্ব তেমনি রঙের ভাবনাতেও লাল যেন এক আদি বাকগাঁথা। উজ্জ্বলতা প্রকাশে লাল আদি ও অকৃত্রিম। উৎসব মানেই লালের অস্তিত্ব। লড়াইতে যেমন লাল তেমনি লাল হাজির থাকে নিজেকে অনন্য আর অন্যের কাছে দৃষ্টিশক্তি কেড়ে নেবার সহায় শক্তিতে। লালের এই দুনিয়া জোড়া আবেদন ফ্যাশন স্টেটমেন্টে আরো বেশি প্রাধান্যবাদী হয়। তাই নিয়ে আমাদের বিশেষ ফিচার।
বস্তু থেকে ছুটে আসা যে আলোক উৎস আমাদের চোখে বস্তুর প্রতিবিম্ব তৈরি করে সেই আলোর ধারায় সবচেয়ে বেশি দীর্ঘ তরঙ্গ যে রঙটি তার নাম লাল। সেই ব্যাকরনিক বিবেচনাতেই লাল মানে হচ্ছে উজ্জ্বলতা, লাল মানে হচ্ছে ধৈর্য্য আর লাল মানে হচ্ছে ভালোবাসা। একজন মানুষের কালার ফিলোসফি অনুযায়ী লাল মানেই হচ্ছে উত্তাপ, শক্তি আর সৃষ্টি অর্থাৎ রক্তের উৎস। প্রাথমিক রঙ হিসেবে লালের সর্বজন ব্যবহার সবার কাছেই স্বীকৃত। প্রকৃতিতে লালের অবস্থান খুব বেশি স্বক্রিয় না হলৌ মানব দেহে লাল আপন অস্তিত্বে হিমোগ্লোবিনকে প্রকাশ করে। তাই বলা যায় লাল আসলে মানুষের অস্তিত্বের নিজস্ব রঙ। সৃষ্টিশীলতার সেই নিয়মকে মেনেই কিনা জানি না লাল ফ্যাশনে ব্যবহৃত হয়ে এসেছে নানা ব্যাকরণিক ব্যাখ্যায়। সেই সূত্র ধরেই লাল মানেই হচ্ছে উৎসব, সাহস আর প্রতিদানের রঙ। তাই সেই আবেদনে নিজেকে ফুটিয়ে তুলতে ফ্যাশনের দুনিয়ায় লাল এক আকর্ষণীয় রঙের নাম। লাল রঙের মাধ্যমে খুব সহজেই অন্যের দৃষ্টিকে সহজে আকর্ষণ করা যায় বলে লাল রঙে আছে এক সহজাত প্রবৃত্তি যা ফ্যাশনের নানা উপসঙ্গ যেমন পোশাক, অলংকার, জুতা কিংবা ব্যাগের ব্যবহারে প্রাবল্য সৃষ্টি করে। এর প্রাকৃতিক উদ্দিপতা মানুষকে আকৃষ্ট করে তোলে। শুধু তাই নয় সাদা, কালো, হলুদ, গোলাপী, কমলা ইত্যাদি রঙের সঙ্গে লালের সখ্যতা অপরিসীম। তাই শুধু স্বীয় অস্তিত্বে নয় বরং অন্যের অস্তিত্বকে অবলম্বন করে লাল ফ্যাশনের প্রধানতম অনুষঙ্গতে পরিণত। লালের বিন্যাস অন্য রঙে খুব সহজে সামিল হয় বলে আমাদের প্রতিদিনের ফ্যাশনে লাল এক পাওয়ারফুল স্টেটমেন্ট হিসেবে কাজ করে। সব ধরনের ত্বকের রঙের সঙ্গে লাল মানানসই বলে নিজের সৌন্দর্য প্রকাশে এই রঙটি এক ধরনের কমনীয়তা ছড়িয়ে দেয় যা স্টাইলকে প্রধান করে তোলে। আর মেয়েদের ফ্যাশনে লাল মানেই সেই বিখ্যাত গানটির কলি ‘লেডি ইন রেড’। বিশেষ করে সান্ধ্য আয়োজনে আর উৎসবের উত্তাপ ছড়াতে লাল রঙে ছড়িয়ে আছে এক ভিন্নতা। শুধু বিশেষ বিশেষ উৎসবে নয় বরং ভালোবাসার উত্তম রঙ হিসেবে লাল বিবেচিত হয় বিশ্বজুড়ে। আর হৃদয়বৃত্তির এই দুনিয়ায় হার্টের রঙ যে লাল তাতো সর্বজনই জানা। তবে উজ্জ্বল এই রঙটির ব্যবহারে সতর্কতাও অনেক বেশি জরুরি। কেননা লাল অধ্যায়ে নিজেকে যেমন ফুটিয়ে তোলা সহজ তেমনি এই পাওয়ারফুল রঙটির যথার্থ ব্যবহার না ঘটাতে পারলে লালের উত্তাপে বিলীন হতে হবে সর্বাংশে। সপ্তাহের শুরুতে যেমন আপনার লাল পোশাকটি আপনাকে এক উদ্দাম পথচলার অনুপ্রেরণা দিতে পারে তেমনি সপ্তাহের মাঝে সেই পোশাকটিই আপনাকে দিতে পারে মধ্যবর্তি উৎসাহ। আর সপ্তাহ শেষে সেই রঙের ফিরে পেতে পারেন পুরো সপ্তাহের ক্লান্তি দূর করে দেবার উদ্দিপনা। আর ছুটির দিনকে উজ্জ্বলতায় ছড়িয়ে দিতে তাও হতে পারে লালিমায় সিক্ত।
0 comments:
Post a Comment