প্রতিদিনের ব্যস্ততায় কখন কোথায় কোন জিনিসটি রাখা হয়েছে তা অনেক সময়ই আধুনিক আমাদের ভুলো মন সময় মতো মনে রাখতে ভুলে যায়। সম্ভবত এই একটি কারণেই পশ্চিমা বিশ্বে অফিস কিংবা বাসায় খুব জনপ্রিয় হয়ে উঠছে ড্রয়ার ম্যানেজমেন্ট কনসেপ্ট। ব্যস্ততার চারদেয়ালে বন্দি হয়ে আমাদের বর্তমান জীবনেও এই সম্পর্কে বিস্তারিত জানা দরকার। কিভাবে বিন্যাস আর সমন্বয়ের মাধ্যমে মনের জানালা খুলে দেয়া যায় দরকারি জিনিসপত্রের জন্য তাই নিয়ে খানিকটা উপদেশের ঢঙ্গে আমাদের এই বিশেষ আয়োজন
ড্রেসিং টেবিলের ড্রয়ার
০ ড্রেসিং টেবিলের ড্রয়ারের সংখ্যা অনুযায়ী জিনিসপত্র ভাগ করে নিন।
০ চিরুনি, হেয়ার ক্লিপ, হেয়ারপিন, রিবন, রাবার ব্যান্ড
আলাদা আলাদা বাক্সে রেখে লেবেল লাগিয়ে রাখুন।
০ নোটবুক, কলম, ডায়েরি, রাইটিং প্যাড, স্টেপলার, টর্চ হাতের কাছে ওপরের ড্রয়ারে রাখুন।
০ বোর্ড পিন দিয়ে লেস আটকে রাখুন ড্রয়ারের চারপাশে।
০ ড্রয়ার আড়াআড়ি ভাগ করে নিন চারভাগে। খাপ সমেত দুলগুলো ঝুলিয়ে রাখুন। হারগুলো আলাদা আলাদা বাক্সে রাখুন।
০ নেলপলিশ, লিপস্টিক, আইলাইনার রাখুন একই তাকে।
০ ড্রয়ার ডিভাইডারের মধ্যে রাখুন মেকআপ কিট
০ জুয়েলারি বক্স ব্যবহার করতে পারেন। কাঁচের বাটিতেও গয়না রাখতে পারেন।
রান্নাঘরের ড্রয়ার
০ ছুঁরি, কাঁটাচামচ রাখার ড্রয়ারের মধ্যে সেট করে নিন কাটলারি ট্রে।
০ মশলার বোতল বা জার রাখার জন্য ড্রয়ারের ভেতর কাঠের র্যাক সেপারেট করে নিন।
০ প্রতিদিন ব্যবহারের বাসন, প্লেট রাখুন ওপরের দিকে সামনের ড্রয়ারে। স্কোয়াশ, জুস রাখুন নিচের অংশের ড্রয়ারে।
০ রান্নাঘরের ড্রয়ারের সামনের অংশে কাঠের বদলে কাঁচ লাগান। ভেতরে কি আছে সহজেই বোঝা যাচ্ছে।
০ খুন্তি, নাড়নী রাখুন আলাদা ড্রয়ারে। ন্যাপকিন রাখুন ন্যাপকিন হোল্ডারে।
ক্রাশ ড্রয়ার
০ ড্রয়ারের মধ্যে আড়াআড়ি ও লম্বালম্বি চারটি তাক করে নিন।
০ চারটি কয়েন কন্টেইনার রাখুন। ৫০ পয়সা, ১ টাকা, ২ টাকা ও ৫ টাকা আলাদা করে রাখুন।
০ চেক বই, স্যালারি ি প, বিল রাখুন আলাদা ফোল্ডারে।
০ ক্রেডিট কার্ড, ডেবিট কার্ড মানিব্যাগে রাখুন।
অ্যাকসেসরিজ ড্রয়ার
০ মোজা রাখুন জোড়ায় জোড়ায়। রোজ পরার কটন মোজা ক্লিপ দিয়ে আটকে রাখুন প্রথম সেলফে।
০ শীতে পরার উলের মোজা ও সিনথেটিক মোজা ন্যাপলিন দিয়ে রাখুন।
০ পুরনো মোজা ড্রয়ারে না রেখে ডাস্টার হিসেবে ব্যবহার করুন।
০ জুতার ফিতা যাতে জড়িয়ে না যায় সেজন্য মোম ঘষে রাখুন।
০ রুমাল ইস্ত্রি করে রাখুন।
০ জুতার র্যাকে সাবানের খালি প্যাকেট রাখুন। গন্ধ ছড়াবে না।
০ ঘড়ির বাক্সেই ঘড়ি রাখুন। প্রতিদিন পরার আর বিশেষ অনুষ্ঠানে পরার ঘড়ি আলাদা করে রাখুন।
0 comments:
Post a Comment