RSS

Monday, January 4, 2010

মধুচন্দ্রিমায়...

শীতের আমেজ থাকতেই নবদম্পতিরা কোথাও গিয়ে মধুচন্দ্রিমা সেরে আসতে পারেন। ঘুরতে যাওয়ার জন্য শীতের সময়টার আলাদা একটা আবেদন আছে। বাংলাদেশে বেড়ানোর জন্য অনেক জায়গা রয়েছে। সুন্দরবন, কক্সবাজার, পাহাড়পুর, মহাস্থানগড়, দিনাজপুরের স্বপ্নপুরী, রামসাগর, তেঁতুলিয়া, কুয়াকাটা সমুদ্রসৈকতের সূর্যোদয়-সূর্যাস্ত, রাঙামাটি, বান্দরবান, চিম্বুক পাহাড়, সেন্ট মার্টিন, সিলেটের চা-বাগান, মাধবকুণ্ডের ঝরনা, জাফলং, জৈন্তা, খাসিয়াপল্লি—এসব জায়গায় অথবা আপনার পছন্দের যেকোনো জায়গা থেকে বেড়িয়ে আসতে পারেন। জেনে নিন বিভিন্ন পর্যটন-প্রতিষ্ঠানের কী ভ্রমণ প্যাকেজ রয়েছে মধুচন্দ্রিমা সামনে রেখে। নবদম্পতির জন্য নানা বিশেষ আয়োজনও করে থাকে তারা।

দ্য বেঙ্গল ট্যুরস লিমিটেড
এ প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালক মতিউর রহমান জানালেন তাঁদের প্যাকেজ সম্পর্কে: ঢাকা-সুন্দরবন-ঢাকা, চার রাত তিন দিন, জনপ্রতি খরচ সাড়ে নয় হাজার টাকা। ঠিকানা: বাড়ি-৪৫, রাস্তা-২৭, ব্লক-এ, বনানী, ঢাকা। ফোন: ৯৮৮৫৯৪০।

দ্য গাইড ট্যুরস লিমিটেড
এ সংস্থার ব্যবস্থাপক হিমিকা শহীদ জানালেন তাঁদের প্যাকেজ সম্পর্কে: ১. ঢাকা-সুন্দরবন-ঢাকা। তিন দিন দুই রাত, জনপ্রতি খরচ ১১ হাজার টাকা। ২. ঢাকা-শ্রীমঙ্গল-ঢাকা, তিন দিন দুই রাত, সাত হাজার টাকা। ঢাকা-কক্সবাজার-ঢাকা, তিন দিন তিন রাত, সাড়ে ১১ হাজার টাকা এবং ঢাকা-টেকনাফ-সেন্ট মার্টিন-ঢাকা, পাঁচ দিন ছয় রাত, জনপ্রতি ২০ হাজার টাকা। যোগাযোগ: বাড়ি-১৪২, রাস্তা-১২, ব্লক-ই, বনানী, ঢাকা-১২১২।
ফোন: ৯৮৬২২০৫।

রিভার অ্যান্ড গ্রিন ট্যুরস
এ প্রতিষ্ঠানের পরিচালক মহিউদ্দিন হেলাল জানান, যেকোনো বাজেটে তাঁরা হোটেল রিজার্ভ করে দেন। ঢাকা-সুন্দরবন-ঢাকা, চার রাত তিন দিন, জনপ্রতি খরচ সাড়ে আট হাজার টাকা। ঢাকা-কক্সবাজার-সেন্ট মার্টিন-ঢাকা, তিন রাত চার দিন, ছয় হাজার ৯০০ টাকা এবং ঢাকা-রাঙামাটি-ঢাকা, তিন দিন দুই রাত, সাড়ে চার হাজার টাকা। যোগাযোগ: এম আর সেন্টার, বাড়ি-৪৯, সপ্তম তলা, রাস্তা-১৭, বনানী, ঢাকা। ফোন: ৮৮২৯৬৯২।

সেন্ট মার্টিন ট্যুরিজম লিমিটেড
এ সংস্থার ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ আহাম্মেদ হাসান জানালেন তাঁদের প্যাকেজ সম্পর্কে: ঢাকা-জাফলং-তামাবিল-সিলেট-ঢাকা, চার দিন তিন রাত, পাঁচ হাজার ৯০০ টাকা। ঢাকা-কক্সবাজার-ঢাকা, চার দিন পাঁচ রাত, আট হাজার ৯০০ টাকা এবং ঢাকা-কুয়াকাটা-ঢাকা, তিন দিন চার রাত, পাঁচ হাজার ৯০০ টাকা। ৩৭/বি, পুরানা পল্টন লেন, ঢাকা। ফোন: ০১৭১৫৭৫৪০০৪।

অবকাশ পর্যটন লিমিটেড
এ সংস্থার কর্ণধার শিবলুল আজম কোরেশী জানালেন তাঁদের ভ্রমণ-প্যাকেজ বিষয়ে: ঢাকা-সেন্ট মার্টিন-ঢাকা, তিন দিন চার রাত, আট হাজার টাকা। ঢাকা-নিঝুম দ্বীপ-ঢাকা, তিন দিন চার রাত, সাড়ে ছয় হাজার টাকা এবং ঢাকা-সুন্দরবন-ঢাকা, তিন দিন চার রাত, সাড়ে সাত হাজার টাকা। যোগাযোগ: বাড়ি-১৭ (নতুন), ২৮০ নিউ ইস্কাটন রোড, ঢাকা;
ফোন: ০১১৯০৬৩৫৫৬৫।

জার্নি প্লাস
এ সংস্থার কর্ণধার তৌফিক রহমান জানালেন তাঁদের প্যাকেজ বিষয়ে: ঢাকা-সুন্দরবন-ঢাকা, চার রাত চার দিন, সাড়ে নয় হাজার টাকা। ঢাকা-কক্সবাজার-ঢাকা, চার দিন তিন রাত, চার হাজার ৬০০ টাকা এবং ঢাকা-সেন্ট মার্টিন-ঢাকা, চার দিন তিন রাত, ছয় হাজার ২০০ টাকা। যোগাযোগ: ৪০/এ, আজিজ সুপার মার্কেট, শাহবাগ, ঢাকা। ফোন: ০১৭২০২৪২৯৪২।

ইনসাইটা ট্যুরিজম
এ প্রতিষ্ঠানের চেয়ারম্যান মুস্তাফিজুর রহমান জানান, তাঁদের প্যাকেজে ঢাকা-সেন্ট মার্টিন-ঢাকা, তিন দিন চার রাত, আট হাজার টাকা। যোগাযোগ: এ কে কমপ্লেক্স, স্যুট-৯, ১৯ গ্রিন রোড, ঢাকা। ফোন: ০১৫৫২৪৮৪২০১।

হাতিল ট্যুরস অ্যান্ড ট্রাভেলস
এ প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালক মিজানুর রহমান জানান, তাঁরা মূলত ভ্রমণকারীর পছন্দমতো দেশে-বিদেশে ভ্রমণের আয়োজন করেন। যোগাযোগ: হাতিল টাওয়ার, ৮ শেওড়াপাড়া, বেগম রোকেয়া সরণি, মিরপুর, ঢাকা। ফোন: ০১৭১১৫৩৭৭০২।

0 comments:

Post a Comment