
দ্য বেঙ্গল ট্যুরস লিমিটেড
এ প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালক মতিউর রহমান জানালেন তাঁদের প্যাকেজ সম্পর্কে: ঢাকা-সুন্দরবন-ঢাকা, চার রাত তিন দিন, জনপ্রতি খরচ সাড়ে নয় হাজার টাকা। ঠিকানা: বাড়ি-৪৫, রাস্তা-২৭, ব্লক-এ, বনানী, ঢাকা। ফোন: ৯৮৮৫৯৪০।
দ্য গাইড ট্যুরস লিমিটেড
এ সংস্থার ব্যবস্থাপক হিমিকা শহীদ জানালেন তাঁদের প্যাকেজ সম্পর্কে: ১. ঢাকা-সুন্দরবন-ঢাকা। তিন দিন দুই রাত, জনপ্রতি খরচ ১১ হাজার টাকা। ২. ঢাকা-শ্রীমঙ্গল-ঢাকা, তিন দিন দুই রাত, সাত হাজার টাকা। ঢাকা-কক্সবাজার-ঢাকা, তিন দিন তিন রাত, সাড়ে ১১ হাজার টাকা এবং ঢাকা-টেকনাফ-সেন্ট মার্টিন-ঢাকা, পাঁচ দিন ছয় রাত, জনপ্রতি ২০ হাজার টাকা। যোগাযোগ: বাড়ি-১৪২, রাস্তা-১২, ব্লক-ই, বনানী, ঢাকা-১২১২।
ফোন: ৯৮৬২২০৫।
রিভার অ্যান্ড গ্রিন ট্যুরস
এ প্রতিষ্ঠানের পরিচালক মহিউদ্দিন হেলাল জানান, যেকোনো বাজেটে তাঁরা হোটেল রিজার্ভ করে দেন। ঢাকা-সুন্দরবন-ঢাকা, চার রাত তিন দিন, জনপ্রতি খরচ সাড়ে আট হাজার টাকা। ঢাকা-কক্সবাজার-সেন্ট মার্টিন-ঢাকা, তিন রাত চার দিন, ছয় হাজার ৯০০ টাকা এবং ঢাকা-রাঙামাটি-ঢাকা, তিন দিন দুই রাত, সাড়ে চার হাজার টাকা। যোগাযোগ: এম আর সেন্টার, বাড়ি-৪৯, সপ্তম তলা, রাস্তা-১৭, বনানী, ঢাকা। ফোন: ৮৮২৯৬৯২।
সেন্ট মার্টিন ট্যুরিজম লিমিটেড
এ সংস্থার ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ আহাম্মেদ হাসান জানালেন তাঁদের প্যাকেজ সম্পর্কে: ঢাকা-জাফলং-তামাবিল-সিলেট-ঢাকা, চার দিন তিন রাত, পাঁচ হাজার ৯০০ টাকা। ঢাকা-কক্সবাজার-ঢাকা, চার দিন পাঁচ রাত, আট হাজার ৯০০ টাকা এবং ঢাকা-কুয়াকাটা-ঢাকা, তিন দিন চার রাত, পাঁচ হাজার ৯০০ টাকা। ৩৭/বি, পুরানা পল্টন লেন, ঢাকা। ফোন: ০১৭১৫৭৫৪০০৪।
অবকাশ পর্যটন লিমিটেড
এ সংস্থার কর্ণধার শিবলুল আজম কোরেশী জানালেন তাঁদের ভ্রমণ-প্যাকেজ বিষয়ে: ঢাকা-সেন্ট মার্টিন-ঢাকা, তিন দিন চার রাত, আট হাজার টাকা। ঢাকা-নিঝুম দ্বীপ-ঢাকা, তিন দিন চার রাত, সাড়ে ছয় হাজার টাকা এবং ঢাকা-সুন্দরবন-ঢাকা, তিন দিন চার রাত, সাড়ে সাত হাজার টাকা। যোগাযোগ: বাড়ি-১৭ (নতুন), ২৮০ নিউ ইস্কাটন রোড, ঢাকা;
ফোন: ০১১৯০৬৩৫৫৬৫।
জার্নি প্লাস
এ সংস্থার কর্ণধার তৌফিক রহমান জানালেন তাঁদের প্যাকেজ বিষয়ে: ঢাকা-সুন্দরবন-ঢাকা, চার রাত চার দিন, সাড়ে নয় হাজার টাকা। ঢাকা-কক্সবাজার-ঢাকা, চার দিন তিন রাত, চার হাজার ৬০০ টাকা এবং ঢাকা-সেন্ট মার্টিন-ঢাকা, চার দিন তিন রাত, ছয় হাজার ২০০ টাকা। যোগাযোগ: ৪০/এ, আজিজ সুপার মার্কেট, শাহবাগ, ঢাকা। ফোন: ০১৭২০২৪২৯৪২।
ইনসাইটা ট্যুরিজম
এ প্রতিষ্ঠানের চেয়ারম্যান মুস্তাফিজুর রহমান জানান, তাঁদের প্যাকেজে ঢাকা-সেন্ট মার্টিন-ঢাকা, তিন দিন চার রাত, আট হাজার টাকা। যোগাযোগ: এ কে কমপ্লেক্স, স্যুট-৯, ১৯ গ্রিন রোড, ঢাকা। ফোন: ০১৫৫২৪৮৪২০১।
হাতিল ট্যুরস অ্যান্ড ট্রাভেলস
এ প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালক মিজানুর রহমান জানান, তাঁরা মূলত ভ্রমণকারীর পছন্দমতো দেশে-বিদেশে ভ্রমণের আয়োজন করেন। যোগাযোগ: হাতিল টাওয়ার, ৮ শেওড়াপাড়া, বেগম রোকেয়া সরণি, মিরপুর, ঢাকা। ফোন: ০১৭১১৫৩৭৭০২।
0 comments:
Post a Comment