অনুষ্ঠান শেষে মেকআপ তোলা আর বাঁধা চুল খোলা সব কনের কাছে এক ভয়াবহ সমস্যা! সহজ সমাধান বাতলে দিলেন ফারজানা আরমান—আজকাল ভারী মেকআপ তেমন করা হয় না। হালকা মেকআপ হলে তুলায় বেবি অয়েল বা বেবি লোশন দিয়ে মুখের বেইজ মেকআপটা তোলা যাবে। একটু কড়া মেকআপ মুছতে ক্লিনজিং মিল্ক তুলায় লাগিয়ে ব্যবহার করতে পারেন। চোখসাজটা একটু ভারী হয়েই থাকে, সে ক্ষেত্রে ‘আই মেকআপ রিমুভার’ ব্যবহার করাটাই শ্রেয় এবং অবশ্যই ভালো ব্র্যান্ডের সব প্রসাধন ব্যবহার করতে হবে।
স্প্রে করে বাঁধা চুল ছাড়াতে প্রথমে চুলে ট্যালকম পাউডার ছড়িয়ে মোটা দাঁতের চিরুনিতে জটটা আলতোভাবে ছাড়িয়ে নিন। তারপর শ্যাম্পু করুন। একটু বেশি করে কন্ডিশনার লাগিয়ে পাঁচ-সাত মিনিট রাখুন। পরে মোটা দাঁতের চিরুনি দিয়ে আঁচড়ে নিন।
0 comments:
Post a Comment