এবার শীত পড়েছে বেশ। তার সঙ্গে কনকনে বাতাস বলে দিচ্ছে একে হালকাভাবে নেওয়ার সুযোগ নেই। শীতে গরম পোশাক পরতে হবে, এটাই তো স্বাভাবিক। এখনকার তরুণেরা এ কথা মেনে বিভিন্ন গরম পোশাকের ব্যবহারের পাশাপাশি এসবে এনেছে বৈচিত্র্য। আর এতে কিছুটা ফ্যাশনের ছোঁয়া থাকবে না, তা কি হয়?এখন তরুণেরা পোশাকের সঙ্গে গলায় পেঁচিয়ে দিচ্ছে মাফলার। দিনে দিনে এর জনপ্রিয়তা বাড়ছে। নিউমার্কেট থেকে ইস্টওয়েস্ট বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী জিহান কিনছিলেন এমন মাফলার। কেন কিনছেন, জানতে চাইলে বলেন, প্রথমত শীত থেকে বাঁচতে হবে, সঙ্গে সঙ্গে ফ্যাশনের দিকটিও ঠিক থাকছে। দুটি কাজই একসঙ্গে মন্দ কী!
ফ্যাশন ডিজাইনার শাহরুখ শহীদ জানালেন, মাফলার ব্যবহারের রীতিটা বেশ পুরোনো। তবে ভিন্ন আঙিকে হলেও এখন তরুণদের ফ্যাশনে এর ব্যবহার বাড়ছে। শীতে এটি দারুণ উপকারী। ছেলেদের ক্ষেত্রে চোখে ধরে কম, এমন রঙের মাফলারই বেশি মানানসই। কেনার সময় খেয়াল রাখতে হবে, মাফলারটি যেন মসৃণ কাপড়ের তৈরি হয়। তা না হলে, গলায় খসখসে ভাব অনুভূত হবে। বেশিক্ষণ পরে থাকতে ইচ্ছা করবে না। কেমন করে এর ব্যবহার করবেন, তা জানালেন শাহরুখ শহীদ।
























