Tuesday, November 10, 2009
এই সময়ে চকচকে লিপস্টিক
সামনেই শীত। শীতকে গরম কাপড়, কাঁথা, কম্বল আর পিঠার উত্সবের মধ্যদিয়ে বরণ করে নেওয়ার তোড়জোড় চলছে। কিন্তু এত আয়োজনের মধ্যে সমস্যা একটাই। রুক্ষ ত্বক, হাত, পা তো আছেই; বিড়ম্বনায় পড়তে হয় ফাটা ঠোঁট দুটি নিয়েও। ফাটা ঠোঁটে লিপস্টিক লাগালে মোটেও ভালো দেখায় না। তাই আগেভাগেই ঠোঁটের যত্ন নেওয়া শুরু হোক।
শীতে ঠোঁটের যত্ন
রূপবিশেষজ্ঞ নীপা মাহবুব জানালেন শীতে ঠোঁটের যত্নের কিছু কথা। ঘরে-বাইরে যেখানেই থাকুন না কেন, ঠোঁট ফাটবেই। এ রুক্ষতা দূর করতে সব সময় ক্রিম বা ভ্যাসলিন ব্যবহার করুন। রাতে শুতে যাওয়ার আগেও নিতে হবে যত্ন। রাতে ঘুমোতে যাওয়ার আগে পুরু করে ভ্যাসলিন লাগান ঠোঁটে। সকালে উঠে ভেজা সুতি কাপড় দিয়ে আলতো করে ঘষুন, মরা চামড়া উঠে যাবে।
লিপস্টিক-সংক্রান্ত
বাইরে বেরুলে লিপস্টিক লাগান অনেকেই। তবে ঠোঁট ফাটা থাকলেও তার সমাধান আছে। ভ্যাসলিন লাগিয়ে কিছুক্ষণ পর লিপস্টিক লাগান। এতে লিপস্টিক থাকবেও অনেকক্ষণ।
তবে যাঁদের ত্বক তৈলাক্ত, তাঁরা পাউডার ব্যবহার করবেন। একবার লিপস্টিক লাগিয়ে একটু পাউডার লাগাতে হবে। এরপর আরেকবার এক কোট লিপস্টিক লাগাতে হবে। এতে অনেকক্ষণ থাকবে লিপস্টিক।
কর্মজীবী মহিলা, যাঁদের শীতাতপ নিয়ন্ত্রিত ঘরে কাজ করতে হয়, তাঁদের জন্য ছোট একটি পরামর্শ, অবশ্যই লিপস্টিক লাগানোর আগে ভ্যাসলিন লাগাতে হবে। পাউডারাটা এ ক্ষেত্রে বাদ দেবেন।
স্বাভাবিক তাপমাত্রায়ও অনেককে কাজ করতে হয়। তাঁরা ভ্যাসলিন দিয়ে কিছুক্ষণ পর ঠোঁট দুটিকে মুছে ফেলুন ভেজা সুতির কাপড় দিয়ে। এরপর লিপস্টিক লাগান, অনেকক্ষণ থাকবে।
লিপস্টিকের রং
এই সময়ে ঠোঁট রাঙান গ্লসি বা চকচকে লিপস্টিক দিয়ে। গাঢ় মেরুন, ম্যাজেন্টা, বেগুনি, হালকা গোলাপি, গাঢ় খয়েরি কিংবা গাঢ় লাল রং—যেটিই পছন্দ করুন না কেন, তা যেন হয় অবশ্যই গ্লসি। হ্যাঁ, এই শীতে গ্লসি লিপস্টিক বা জেলই হবে ঠোঁটের জন্য ফ্যাশন।
টিপস
লিপস্টিক ওঠানোর সময় ভেজা সুতি কাপড় বা ভেজা টিসু দিয়ে ওঠান।
ভালো মানের লিপস্টিক লাগান, এতে ত্বকের ক্ষতি হবে না।
শীতের সময় ময়েশ্চারাইজারযুক্ত লিপস্টিক লাগান। ঠোঁট নমনীয় থাকবে, রংও থাকবে অনেকক্ষণ।
যে রঙের কাপড় পরবেন, তার সঙ্গে মিলিয়ে লিপস্টিক লাগান।
0 comments:
Post a Comment