RSS

Monday, January 24, 2011

শপিং গাইড

বিয়ের শপিং সবার জন্য আনন্দের বন্যা বয়ে আনে। উৎসাহ উদ্দীপনার মধ্যে দিয়ে করা হলেও অভিজ্ঞ এবং বয়োজ্যেষ্ঠদের মতামত ও পরামর্শ এখানে খুবই গুরুত্বপূর্ণ। কোনো জিনিস কি পরিমাণে এবং কার কার জন্য কিনতে হবে এসব আগে থেকে স্থির করা না হলে পরে এ নিয়ে জটিলতা ও মান অভিমানের জন্ম নেওয়াটা বিচিত্র কিছু নয়। তাই সবকিছু বিচার বিশেস্নষণ করে কিভাবে বিয়ের শপিংকে সার্থক করা যায়, তার জন্য কিছু টিপস এখানে দেওয়া হলো_

সাধ আর সামথ্যর্ের সমন্বয়ের মাধ্যমে সমস্ত উপকরণ সঠিক পরিমাণে কেনার জন্য একটা আনুমানিক বাজেট নিশ্চিত করা।

বর, কনে, আত্মীয়-স্বজন ও পরিবারবর্গের সবার জন্য উপহার ও উপঢৌকন-এর আলাদা আলাদা তালিকা তৈরি করতে হবে।

কনের সাজ-সজ্জার প্রয়োজনীয় উপকরণ যেমন পরিধানের শাড়ি, সালোয়ার কামিজ ও লেহেঙ্গা, গহনা, কসমেটিকস এবং অন্যান্য সব কিছুর পুঙ্খানুপুঙ্খ বিবরণসহ তালিকা উভয় পরিবার ও কনের সম্মতি সহ নিশ্চিত করতে হবে।

বরের পরিধেয় বস্ত্রাদি যেমন শেরওয়ানি কিংবা কমপিস্নট সু্যট, প্রসাধনী, জুতো-স্যান্ডেল, এগুলো বরের ব্যক্তিত্ব ও পছন্দের সাথে মানানসই করে তালিকা প্রস্তুত করতে হবে।

বিয়ে পূর্ব ও বিয়ের পরবর্তী গিফটগুলোর জন্য আলাদা তালিকা তৈরি করতে হবে।

ক্রয় করা সকল পণ্যের মূল্য তালিকা যত্ন সহকারে সংরক্ষণ করতে হবে। এতে করে কোনো জিনিস বাদ পড়ল কিনা সে বিষয়ে যেমন নিশ্চিত হওয়া যাবে, তেমনি বাজেটের সাথে খরচের কোনো রকম পার্থক্য হলো কিনা সেটাও জানা যাবে।

0 comments:

Post a Comment