RSS

Monday, January 24, 2011

আয়োজনের খুঁটিনাটি

কথায় আছে 'বিয়ে মানে এক লক্ষ একটা কথা'। কারণ নানা জনের নানা মত। কথাগুলো যে অকারণে সৃষ্টি হয় তা কিন্তু না। নানা ঝামেলার সমাধান করতে গিয়েই এসবের আবির্ভাব। বিয়ের আয়োজন মোটেও স্বস্তিকর নয়। এই বিশাল ঝামেলার সমাধানকে কিছুটা শৃঙ্খলাবদ্ধ করতে কিছু গুরুত্বপূর্ণ তথ্য তুলে ধরার চেষ্টায় এই আয়োজন_

জায়গার অভাব এবং বাড়তি ঝামেলা এড়াতে বিয়ের পার্টি অনুষ্ঠানের জন্য হোটেল এবং কমিউনিটি সেন্টারে যোগাযোগ করতে পারেন। ইদানীং অনেকেই ঝামেলা এড়াতে নিজ আবাসস্থলের ছাদে বা বাড়ির সামনে খোলা ময়দানে বিয়ের অনুষ্ঠান করেন না। যান্ত্রিকতার যুগে সবাই চায় নির্ঝঞ্ঝাট পরিবেশে অনুষ্ঠান শেষ করতে। প্রয়োজন ও সামাজিক মর্যাদা অনুযায়ী আগ্রহীরা তাই কমিউনিটি সেন্টার বা অভিজাত হোটেলের উপর নির্ভর করেন। এখানে তেমনই কিছু বিয়ের আয়োজন সংশিস্নষ্ট হোটেল ও কমিউনিটি সেন্টারের খোঁজ দেওয়া হলো।

ভেনু্য

হোটেল শেরাটন : ৮৬১৩৩৯১-৫, ৮৬১১১৯১

হোটেল সোনারগাঁ : ৮১১২০১১-১৫, ৮১১১০০৫

হোটেল সুন্দরবন : ৯৬৬৪০৯৮-৯

হোটেল গ্র্যান্ড আজাদ : ৯৫৫৯৩৯৯, ৯৫৫১৭০২

হোটেল পূর্বাণী, মতিঝিল : ৯৫৫২২২৯

হোয়াইট হাউজ হোটেল : ৮৩১৪৬০১, ৮৩২২৯৭৩-৬

হোটেল জাকারিয়া :৮৮২৫০০৩-৪

বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্র : ৯১০০০১৪-১৫

রেডিসন ওয়াটার গার্ডেন : ৮৭৫৪৫৫৫

ঢাকা অফিসার্স ক্লাব : ৯৩৪৬৬৭৭

ঢাকা লেডিস ক্লাব : ৯৩৪০৬১৭

সেনা কুঞ্জ : ৯৮৭০০১১

রাওয়া ক্লাব : ৮৮১৭৩১৯

স্পেকট্রা কনভেশন সেন্টার : ৮৮৫২৭৫৮

সোহাগ কমিউনিটি সেন্টার :৯৩৩৪০৫৮।

পার্টি সেন্টার : ৯১১৫০৫৯।

পার্টি হাউস : ৯৩৩০৭৩২।

প্রিয়াঙ্কা কমিউনিটি সেন্টার : ৮১১৭৭৪৮।

দেখে নিন

কমিউনিটি সেন্টার ভাড়া করার সময় শুধু খরচ আর মানের দিকে দেখলেই হয় না, বিয়ের ধরন বা অতিথির পরিমাণ, দূরত্ব ইত্যাদি নানা দিক চিন্তা করতে হয়। তাই কমিউনিটি সেন্টার ভাড়া করার আগে ভেবে নিন কিছু বিষয়_

যেহেতু ভেনু্য একটা গুরুত্বপূর্ণ বিষয়। তাই বিয়ের দিন-তারিখ ঠিক হওয়ার সাথে সাথেই কমিউনিটি সেন্টার বুকিং দিন।

আপনার অতিথির সংখ্যা এবং ভেনু্যর ধারণক্ষমতার ভেতর সামঞ্জস্য থাকলেই তবে বুকিং দিন।

জেনে নিন ভেনুূ্যর নিজস্ব ক্যাটারিং সার্ভিস আছে কি না।

কমিউনিটি সেন্টারের খাবারের মান সম্পর্কে নিশ্চিত হয়ে নিন।

বিয়ের তারিখ পরিবর্তন হলে সেক্ষেত্রে বুকিং ক্যানসেল করা যাবে কিনা জেনে নিন।

ভেনু্যটি কত সময়ের জন্য ভাড়া দেওয়া হয় এবং তা আপনার জন্য পর্যাপ্ত কিনা সে সম্পর্কে সঠিকভাবে অবগত থাকুন।

0 comments:

Post a Comment