
কয়লা স্পেশাল
কয়লার স্পেশাল খাবারের মধ্যে আছে বিরিয়ানি ২৮৫ টাকা, কাশ্মীরি বিরিয়ারি ১৯৫ টাকা, হায়দারাবাদ বিরিয়ারি ২৮৪ টাকা, আফগানি বিরিয়ারি ২৮৫ টাকা, প্লেইন রাইস ৫৫ টাকা, পাঞ্জাবি লাল রুটি ১৫ টাকা, জারলিক নান ৪৫ টাকা, পাঞ্জাবি নান ৪৫ টাকা, আলু পুদিনা পরোটা ৫৫ টাকা, পনির পরোটা ৫৫ টাকা, তন্দুরী লাম্মা পরোটা ৫৫ টাকা, পরোটা ৭৫ টাকা। এই স্পেশাল খাবার ছাড়া কয়লা যে নামে পরিচিত তা হল কাবাব রেস্টুরেন্ট।
কয়লার অন্যান্য খাবার
চিকেন স্ট্রো ২৯৫ টাকা, মাটন (স্ট্র) ২৯৫ টাকা, চিকেন ভর্তা ৩২৫ টাকা, বিরিয়ারি মাসালা ৩২৫ টাকা, কুলফি মালাই ৯৫ টাকা, আফগানি চিকেন হাফ ২০০ টাকা, আফগানি চিকেন উইংস ২৪০ টাকা, আফগানি চিকেন ফুল ৩৫০ টাকা, রূপচাঁদা তান্দুরি ৩৮০ টাকা, আলু তান্দুরী ২৯৫ টাকা, চিকেন বরা ৩৫০ টাকা, বীফ বটি কাবাব ২৮০ টাকা, ফিশ টিক্কা কাবাব ২৮০ টাকা, বীফ শিক কাবাব ২৪০ টাকা।
এত খাবারের ভিড়েও ভেজিটিরিয়ানদের জন্য মজাদার গুজরাটি ভেজিটেবল যার দাম পড়বে ২২৫ টাকা, কারি পনির ২৯৫ টাকা, পনির বাটার মাসালা ২৯৫ টাকা, পনির টিক্কা ২৯৫ টাকা এতএব খাবার এবং ভেজিটেবল ছাড়াও এখানে পাবেন জাল জিরা ৩৫ টাকা, কোল্ড কফি ৭৫ টাকা, আমপুরা সরবত ৭৫ টাকা, মিল্ক সেইক সাথে স্ট্রবেরী এবং চকোলেট ৯৫ টাকা। কয়লাতে দু’জন এক সাথে খেতে পারবেন সর্বনিম্ন ৬০০ টাকা - ১২০০ টাকায়। কয়লা রেস্টুরেন্টে একসাথে ১২০ জন লোক খেতে পারবে। কয়লা রেস্টুরেন্ট খোলা থাকে ১১টা ৩০ মিনিট থেকে এবং বন্ধ হয় রাত ১২টায়। খাবারে একটু ভিন্নতার ছোঁয়া আনতে আপনি যেতে পারেন কয়লাতে। ঠিকানা : ৪১১, গুলশান, তেজগাঁও লিংক রোড, ঢাকা-১২০৮, ফোন : ০১৭১৫২৬০৬০৯।
0 comments:
Post a Comment