RSS

Tuesday, March 9, 2010

খোলা আকাশের নিচে...

যান্ত্রিক এ নগরে কোলাহলমুক্ত পরিবেশে খোলা বাতাসে প্রিয়জনকে পাশে নিয়ে খাওয়ার কথা ভেবে নিশ্চই রোমাঞ্চিত হবেন। আবার পরক্ষণে ভাবছেন কোথায় আছে এমন সুযোগ! রাজধানীর উত্তরা এক নম্বর সেক্টরের এক নম্বর সড়কে চালু হয়েছে এমনই একটি খাবারের দোকান, অ্যারোমা। দোকানটির পুরোটাই স্বচ্ছ কাচে ঘেরা। নান্দনিক উপকরণ দিয়ে সাজানো অন্দরসজ্জাও নজর কাড়বে আপনার। ঘর থেকে বেরিয়ে এসে মস্ত খোলা আকাশের নিচে সবুজে ঘেরা বারান্দায় এলে নিমিষেই নগরের ব্যস্ততা আর যান্ত্রিকতাকে বেমালুম ভুলে যাবেন। বিকেলে সূর্য অস্তের দৃশ্য আর নিঝুম সন্ধ্যার পরে রাতটাও উপভোগ্য মনে হবে। পাশে থাকা বিমানবন্দরের বিমান ওঠানামা করতে দেখা যাবে। আকাশে জোছনা থাকলে তো কথাই নেই! ভারতীয় ও থাই খাবারপ্রেমীরা এখানে বসেই এসব খাবার খেতে পারবেন। অ্যারোমার কর্মকর্তা সাজ্জাদ শোয়েব জানান, এখানে প্রতিদিন বেলা সাড়ে তিনটা থেকে সন্ধ্যা ছয়টা পর্যন্ত বসে কাবাব নাইট। পাঁচ-ছয় ধরনের কাবাব, নান খেতে পারবেন যত ইচ্ছা তত। খরচ পড়বে ৩৫০ টাকা। প্রতি বৃহস্পতি ও শুক্রবার ৩১ রকমের খাবার নিয়ে থাকছে বুফে ডিনার। এতে জনপ্রতি খরচ পড়বে ৫৫০ টাকা। এ ছাড়া অন্যান্য খাবার তো আছেই। চাইলে বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করা যাবে। অ্যারোমাকে বলা হচ্ছে ‘বার্ডস আই ভিউ’! আকাশের নিচে এমন সুযোগ চাইলে আপনারও হতে পারে। তাহলে আর দেরি নয়, আকাশের নিচে খোলা বাতাসে একান্ত নিজের মতো করে খেতে চলে যেতে পারেন অ্যারোমায়।

0 comments:

Post a Comment