আজকের শিশু আগামী দিনের কর্ণধার। তবে, কর্ণধার হিসেবে দায়িত্ব পালন করা চাট্টিখানি কথা নয়। এর জন্যে দরকার পূর্বপ্রস্তুতি। আর এই পূর্বপ্রস্ততিটা সম্পন্ন হতে পারে নিজের কাজ নিজে করার মধ্য দিয়ে। শিশুদের নিয়ে আমাদের সমাজে দু'ধরনের বিষয় প্রচলিত আছে। প্রথমত, শিশুকে কাজে হাতই দিতে দেওয়া হয় না। দ্বিতীয়ত, শিশুকে দিয়ে অনেক কঠিন এবং ঝুঁকিপূর্ণ কাজ করানো হয়। যা শিশুশ্রমের আওতায় পড়ে। শিশুকে একদমই কাজ করতে না দেওয়া এবং ঝুঁকিপূর্ণ কাজ করানো_দুটোই অনুচিত।
প্রথম বিষয়টি নিয়ে আলোচনা করা যাক। আমাদের সমাজে এমন অনেক মানুষ আছেন, যারা প্রচণ্ড অলস। আবার কেউ কেউ আছেন, যারা হয়তো কাজ করতে চান কিন্তু কোনো কাজ সম্পর্কেই অভিজ্ঞতা নেই। তাই, কাজ করার ইচ্ছে থাকলেও কেউ তাকে বা তাদেরকে কাজে নিতে চায় না। ফলে বেকারত্ব বাড়তে থাকে। বাড়তে থাকে সামাজিক অপরাধ। যারা অলস কিংবা অদক্ষ তাদের এই অলসতা এবং অদক্ষতার বীজ রোপিত হয় মূলত শিশুকালে। সে সময় যদি তাদেরকে দিয়ে টুকটাক কাজ করানো হতো, কোন কোন কাজ হাতে-কলমে শেখানো হতো, তা হলে পরবতর্ীতে আর এমন সমস্যা হতো না। ভুল যা হয়ে গেছে তা যেহেতু আর শুধরানোর সুযোগ নেই, তাই সতর্ক থাকতে হবে আজকের শিশুরা যেন কোনোভাবেই অলস এবং অদক্ষ হয়ে বেড়ে না ওঠে। এর জন্যে দরকার তাদের দিয়ে ছোটখাটো কাজ করানো। এমন কাজ, যেগুলো তাদের শরীর এবং মনের উপর কোনো নেতিবাচক প্রভাব ফেলবে না। অনেক বাবা-মাই চান, তাদের সন্তান শুধু পড়াশোনা নিয়ে ব্যস্ত থাকুক। কাজ-কর্ম যা আছে, সব কাজের লোকেরা করবে_এটা ঠিক নয়। কারণ, সারাদিন শুধু পড়াশোনা নিয়ে ব্যস্ত থাকলে একটা শিশুর মানসিক বিকাশ বাধাগ্রস্ত হয়। তাই, পড়াশোনার ফাঁকে ফাঁকে বাইরের জগত সম্পর্কে খোঁজ-খবর নেওয়াও জরুরি। একটি পরিবারে অনেক ধরনের কাজই থাকে। যেগুলোর অধিকাংশই কাজের মানুষেরা করলেও মা-বাবাও বেশ কিছু কাজ করে থাকেন। শিশুরা যদি মাবাবার এই কাজগুলোকে মনোযোগ দিয়ে দেখে, তা হলে তারা অনেক কিছু শিখতে পারবে। যা পরবতর্ীতে তার অনেক উপকারে আসবে। মা-বাবাকে সাহায্য করাও সন্তানের দায়িত্ব। তাই, শিশু যদি মা-বাবার সঙ্গে কোনো কাজ করতে চায়, তা হলে তাকে তা করতে দেওয়া উচিত। এতে কাজটা তার শেখাও হবে, আবার পরিশ্রমের মধ্য দিয়ে তার শরীরচর্চাটাও হয়ে যাবে। বাড়িতে যদি একাধিক শিশু থাকে, তা হলে দেখা যায়, তাদের মধ্যে কাজ নিয়ে প্রতিযোগিতা লেগে যায়। অর্থাৎ, কার আগে কে কোন কাজটি করবে। যদি পড়াশোনার ক্ষতি করে তারা এ কাজটি করে, তা হলে অবশ্যই ফেরাতে হবে।
0 comments:
Post a Comment