কথায় আছে আষাঢ়ের রোদ বড় বেশী ছলনাময়ী। এই আছে তো এই নেই। রোদ দেখে বেরুলেন কিন্তু হঠাট এক পসলা বৃষ্টি এসে আপনাকে ভিজিয়ে দিয়ে গেল। এমনিতে বর্ষাকালে সবকিছু স্যাঁতস্যাঁতে থাকে সহজে শুকাতে চায় না। একবার গোছল করলেও চুল শুকাতে অনেক সময় লাগে। তারপর বৃষ্টিতে ভিজলে চুলের উপর প্রেসার পরে বেশি। তাই বর্ষাকালে চুলের যত্ন একটু বেশি সচেতন হতে হবে।
চুলের যত্ন যা করবেন
০ বর্ষাকালে বৃষ্টি হবে ভেবে ছাতা নিয়ে বের হওয়াই বুদ্ধিমানের কাজ।
০ চুল ভেজা রাখবেন না। চুল ভেজা থাকলে চুলের গোড়া দুর্বল হয়ে চুল ওঠা শুরু হয়ে যায়। এছাড়া বেশিক্ষণ চুল ভেজা থাকলে চুলে ফাঙ্গাশ পড়তে পারে।
০ ভেজা চুল আচড়াবেন না। ফ্যানের বাতাসে কিংবা চুল শুকানো মেশিন দিয়ে চুল শুকিয়ে নিন।
০ ঘন ঘন শ্যাম্পু করবেন না। সপ্তাহে দু’দিন শ্যাম্পু করবেন।
০ তৈলাক্ত চুলে লাইট কান্ডিশনার লাগান, এছাড়া শুষ্ক চুলে ডিপ ময়শ্চারাইজিং কন্ডিশনারের প্রয়োজন।
০ অতিরিক্ত তৈলাক্ত ত্বক এবং বর্ষায় ইস্ট থেকে খুসকি হয়। তাই অ্যান্টিড্যানড্রাফ শ্যাম্পু ব্যবহার করুন এবং নিয়মিত কন্ডিশনার লাগান।
০ চুল বেশী কর্কশ হয়ে পড়লে স্ট্রবেরি ও বেলের ক্বাথ, মধু ও ডাবের পানি মিশিয়ে চুলে লাগিয়ে রাখুন। আধ ঘন্টা পর চুল শ্যাম্পু করে নিন।
০ যদি ঘাম জমে আপনার মাথায় ফোড়া বা ফুসকুড়ি দেখা দেয় সেক্ষেত্রে প্রতিদিন গোসলের আগে বিঁচিছাড়া সামান্য বেলের শাঁস চটকে পুরো মাথার তালুতে লাগিয়ে রাখুন। এক ঘন্টা পর রিঠা ও আমলা ভেজানো পানিতে শ্যাম্পু করুন।
০ জবাফুল , দূর্বা, নারিকেল তেল ও নিমপাতা বাটা লাগান পুরো চুলে।
০ মেথিদানা ও জিরে দুধে ভিজিয়ে রাখুন সারারাত। পরদিন বেটে এই মিশ্রণ নারকেল তেলে মিশিয়ে নিন। সঙ্গে জবা ফুল, তুলসীপাতা ও বেলপাতা বাটা মিশিয়ে নেবেন। এতে ঝরঝরে এবং খুসকিমুক্ত থাকবে আপনার চুল।
০ নারকেল তেলে নিশিন্দাপাতা, আনারস, তুলসী পাতা ও পাতিলেবুর রস মিশিয়ে লাগান।
০ চুলের মসৃণতা ফিরে পেতে কচি আমলকীর রস ক্যাস্টর অয়েলে মিশিয়ে পুরো চুলে লাগিয়ে রাখুন। একঘন্টা পর চুল ধুয়ে শ্যাম্পু করে ফেলুন।
০ চুল চিকন করতে শ্যাম্পুর সঙ্গে ডিম ও পাউডার জিলেটিন মিশিয়ে নিন, ডিম, টকদই, পাকা পেঁপের ক্বাথ, মধু নারিকেল তেল, কেশুতপাতা ও আদার রস, আমলা, শিকাকাই পাউডার, পাতিলেবুর বীজ ও মরিচ একসঙ্গে মিশিয়ে পেস্ট তৈরি করে পুরো চুলে লাগিয়ে রাখুন। চল্লিশ মিনিট রেখে ধুয়ে ফেলুন। চুলের রুক্ষতা কাটাতে এ প্যাকটি উপকারি।
0 comments:
Post a Comment