RSS

Thursday, July 30, 2009

তুমি বন্ধু কেমন বন্ধু

বন্ধুত্ব হয়তো কখনোই পরিমাপ করবার বিষয় নয়। তবু জীবনে চলার পথে যারা তার বন্ধুতাটাকে যাচাই করে নিতে চান তাদের জন্যই দেয়া হলো এই স্কোরিং। হয়তো এর মাধ্যমেই বেরিয়ে আসতে পারে বন্ধুত্ব সম্পর্কে আপনার দৃষ্টিভঙ্গিটা। আর সেখান থেকেই আপনি খুঁজে পেতে পারেন আগামী দিনের সুন্দর কোনো বন্ধুত্বের রসদ।

১. বন্ধুত্ব সম্পর্কে আপনার ধারণা নীচের কোনটির সাথে সামঞ্জস্যপূর্ণ ?

ক) সময়ে সব বন্ধুই পাল্টে যায়

খ) সময় পাল্টে যায়, বন্ধুত্ব পাল্টায় না

গ) স্বার্থই নির্ধারণ করে বন্ধুত্বের গতি প্রকৃতি

২. বিপরীত লিঙ্গের কারো সাথে বন্ধুত্বটিকে আপনি কিভাবে মূল্যায়ন করেন।

ক) সাধারণ বন্ধুত্বের চেয়ে কিছুটা ভিন্ন

খ) ছেলে থেকে কিংবা মেয়ে, বন্ধু কেবলই বন্ধু

গ) এ জাতীয় বন্ধুদের ব্যাপারে সতর্ক থাকা উচিত

৩. অনেকেই বলেন- ‘ছেলে আর মেয়েতে কখনো বন্ধুত্ব হতে পারে না।’ এ মত আপনি-

ক) আংশিক সমর্থন করেন

খ) একেবারেই সমর্থন করেন না

গ) পুরোপুরি সমর্থন করেন

৪. নিজের বিষয়গুলো বন্ধুর সাথে কতটুকু ভাগ করে নেয়া যায় ?

ক) বন্ধু যতটুকু বলে ঠিক ততটুকুই

খ) সম্ভব সর্বোচ্চ

গ) যতটুকু প্রয়োজন

৫. ব্যক্তিগত সমস্যার ক্ষেত্রে বন্ধুর কাছে কতটুকু প্রত্যাশা করেন ?

ক) তেমন কিছুই না

খ) পাশে এসে দাঁড়ানো

গ) সমস্যার সমাধান

৬. কেমন বন্ধু আপনার পছন্দ-

ক) সুনির্দিষ্ট কোনো পছন্দ নেই

খ) সমমানসিকতার বন্ধু সুলভ যে কেউ

গ) আপনার সমমর্যাদা বা উচ্চ মর্যাদার কেউ

৭. বন্ধুর সাথে আপনার সম্পর্কটি ঠিক কি ধরনের ?

ক) একপক্ষীয়

খ) নিঃস্বার্থ সম্পর্ক

গ) দেয়া-নেয়া সম্পর্ক

৮. ‘বাবা-মা’ ছেলে মেয়ের বন্ধু হতে পারে কি ?

ক) কিছুটা

খ) পুরোপুরি

গ) একেবারেই না

৯. বন্ধু নির্বাচনের ক্ষেত্রে কোনটিকে আপনি প্রাধান্য দেন ?

ক) বিপরীত লিঙ্গের কেউ

খ) লিঙ্গ কোনো বিষয় নয়

গ) সময় ও পরিবেশের ওপর নির্ভরশীল

১০. অসম বয়সের বন্ধুত্বকে আপনি কোন দৃষ্টিতে দেখেন ?

ক)গড়ে না ওঠাই ভাল

খ) এটা গড়ে উঠতেই পারে

গ) সুস্থ সম্পর্ক নয়

ফলাফল

বেশির ভাগ উত্তর ‘ক’ হলে

বন্ধুত্ব সম্পর্কে আপনার বিশ্বাসের জায়গা কিন্তু একটু নড়বড়ে বলেই মনে হচ্ছে। আর ভাল বন্ধুত্ব গড়ে তুলবার জন্য আত্ম বিশ্বাসের যেকোনো বিকল্প নেই এটাও নিশ্চয়ই জানা আছে। তাই দেরি না করে বন্ধুত্বের চার দেয়ালের মাঝে উদারতার আলো বাতাস ঢুকতে দিন। কিছুটা দেরীতে হলেও সংস্কারমুক্ত বন্ধুত্ব অর্জন আপনার জন্য অসম্ভব নয়।

বেশির ভাগ উত্তর ‘খ’ হলে

স্কোরিং এ ভাল ফল করার জন্য যদি কোনো পুরস্কার থাকত তবে আপনার নাম অবশ্যই বিবেচিত হতো। কারণ সত্যিকার অর্থেই আপনি সংস্কারমুক্ত আর আধুনিক মানসিকতার একজন বন্ধু। আপনাকে খুব বেশি কিছু বলবার ইচ্ছে নেই। শুধু বলতে চাই সুমনের সেই গানটা, ‘হাল ছেড়না বন্ধু, বরং কণ্ঠ ছাড়ো জোড়ে, দেখা হবে তোমার আমার অন্য গানের ভোরে।’

বেশির ভাগ উত্তর ‘গ’ হলে

খুব সম্ভবত বন্ধুত্বের সংজ্ঞাটিই আপনার সঠিকভাবে জানা নেই। তাই আগে না হয় বন্ধুত্ব সম্পর্কে নিজের ধারণাটিকে সুস্থ করুন, তারপর গড়ে তোলা যাবে নিবিড় কোনো বন্ধুত্ব। আর এ ধরনের বিশ্বাস নিয়ে যদি বন্ধুত্ব চালিয়ে যান তবে আপনি হবেন বঞ্চিত আর আপনার বন্ধুটি প্রতারিত।

0 comments:

Post a Comment