RSS

Tuesday, September 8, 2009

ঈদের রাতের সাজ

ঈদের দিনের সাজটা হালকাই ভালো। তবে রাতের দাওয়াতে একটু জমকালো বা গাঢ় সাজ কেড়ে নিতে পারে সবার নজর। রাতের সাজ কেমন হতে পারে জানিয়েছেন ওয়েমেন্স ওয়ার্ল্ডের স্বত্বাধিকারী কণা আলম,
সবার আগে ত্বক রাখতে হবে পরিষ্ককার। ঈদের দু-এক দিন আগেই ফেসিয়াল করে নিন। সঙ্গে আইভ্রু প্লাক, থ্রেডিং করতেও ভুলবেন না। সাজ শুরুর আগে আপনি যদি বাইরে একবার গিয়ে থাকেন, তবে ফেসওয়াশ দিয়ে মুখটা ধুয়ে নিন। আর বাড়িতেই যদি থাকেন এবং সকালে যদি একবার ফেসওয়াশ দিয়ে মুখ ধুয়ে থাকেন, তবে ক্লিনজিং মিল্ক বা জেল মেখে মুখটা ভেজা তুলা দিয়ে পরিষ্ককার করে নিন। ভালো হয় যদি একটা বরফ ঘষে নেন। মুখে টোনার লাগান তুলায় ভিজিয়ে ত্বকের ভেতর থেকে বাইরের দিকে টেনে। তৈলাক্ত ত্বকে অ্যাস্ট্রিনজেন্ট লাগান। তারপর হালকা ময়শ্চারাইজার দিয়ে নিন। তৈলাক্ত ত্বক হলে অয়েল-ফ্রি ময়শ্চারাইজার লাগান। হালকা বেবি পাউডার মেখে অতিরিক্ত তেল মুখ থেকে ঝেড়ে ফেলুন।

ঈদে চাই পাঞ্জাবি

পাঞ্জাবি ছাড়া ঈদ ভাবা যায় না। তাই ঈদে চাই নতুন পাঞ্জাবি। দেশি ফ্যাশন হাউসগুলো বরাবরের মতো এবারও সাজিয়েছে তাদের পাঞ্জাবির পসরা। আর পাঞ্জাবিতে প্রতি ঈদে থাকে নতুন নকশা, নতুন রং।
পাঞ্জাবির কাপড়ে বেশির ভাগ নির্মাতা সুতি ও কিছুটা হালকা আবহকেই প্রাধান্য দিয়েছেন। তবে সিল্ক, কটন সিল্ক, খাদি, অ্যান্ডি প্রভৃতিও রয়েছে; সঙ্গে গাঢ় রংও। শর্ট পাঞ্জাবি এবার তরুণ প্রজন্েনর কাছে জনপ্রিয়।

গজকাপড়ের খোঁজে

কাপড় কিনে নিজস্ব পছন্দ অনুযায়ী পোশাক বানানোর ইচ্ছা যাঁদের, তাঁরা এখনই বের হতে পারেন গজকাপড়ের বাজারে। কাপড় কেনার পর এর সঙ্গে মিলিয়ে ওড়না কেনা কিংবা কাপড়ে লেইস, চুমকি, পাথরের কাজ করানো প্রভৃতি কাজের জন্য আবার দর্জিবাড়িতে যেতে হবে। কোথায়, কেমন দামে, কোন ধরনের কাপড় পাবেন, দেখে নিন এ আয়োজনে।

ঈদের উপহার

উপহার পেতে কার না ভালো লাগে। আর তা যদি হয় ঈদের, তবে তো কথাই নেই। সারা বছর আমরা যতই উপহার পাই না কেন, ঈদের উপহার মানেই অন্য রকম আনন্দ। আর তাই ঈদের আনন্দের ভাগাভাগিটা করুন প্রিয়জনকে উপহার দিয়েই।

নখের যত্ন

ঈদের দিনটি সামনে রেখেই শুরু হয়ে গেছে তোড়জোড়। নতুন পোশাক-পরিচ্ছদ গোছগাছ করার পাশাপাশি পুরোদমে চলছে ত্বক পরিচর্যার বিষয়টিও। ঈদের বিশেষ দিনটিতে যেন কোনো কিছুতেই কমতি না থাকে। পুরো মাস ধরে এত আয়োজন এ জন্যই।
আমরা আমাদের মুখমন্ডল ও চুলের যত্ন নিলেও নখের যত্নটি এড়িয়ে যাই, ক্ষুদ্র হওয়ার কারণেই হয়তো। রূপবিশেষজ্ঞ ফারজানা শাকিল বলেন, ‘হাত ও পায়ের সৌন্দর্যের আধার হচ্ছে নখ। নখের যত্ন নিয়মিতভাবেই নেওয়া উচিত।’

একনজরে এবারের ফ্যাশনধারা

"" শাড়ি-কামিজ সব ধরনের পোশাকে লেসের ব্যবহার।
"" ব্লক, হাতের কাজ, অ্যাপলিক যা-ই হোক না কেন, মোটিফ হিসেবে ফুলেল নকশাই বেশি ব্যবহূত।
"" কামিজের হাতা থ্রি কোয়ার্টার বা ম্যাগি স্িলভ। গলা হাই কলার।
"" ওড়নায় স্বচ্ছতা আনতে মসলিন ও হাফ সিল্ক।
"" শাড়িতে কয়েক ধরনের প্যাচওয়ার্ক।
পাঞ্জাবিতে একছাঁট।
"" ক্যাপ্রির সঙ্গে বৈচিত্র্যময় টপ পরবেন কমবয়সী মেয়েরা।
"" গয়নায় পুরোনো নকশা, পাথর ও অক্সি-রুপার ব্যবহার।
"" চলবে অ্যান্টিক রঙের মাঝারি হিলের জুতা।
"" পর্দায় এসেছে মসলিনের ব্যবহার। ডিনার সেটে টেরাকোটা আর কার্পেটের বদলে শতরঞ্জি চলবে।
"" মেকআপে ম্যাট লুক। চুলে ব্যাংস, স্লাইস, বব কাট।

ঈদের বিকেলে ঝাল ও মিষ্টি

ক্ষীর সেমাই
উপকরণ: দুধ ২ কেজি, সেমাই আধা কাপ, সাগুদানা ১ টেবিল চামচ, পেস্তা বাদাম কুচি সিকি কাপ, জাফরান এক চিমটি, কাঠবাদাম কুচি সিকি কাপ, কিসমিস ২ টেবিল চামচ, খুরমা কুচি সিকি কাপ, চিনি ১ কাপ। সাজানোর জন্য চেরি ও পেস্তা কুচি প্রয়োজনমতো।
প্রণালী: সাগুদানা ধুয়ে বাকি সব উপকরণ একসঙ্গে মিশিয়ে চুলায় দিতে হবে। ঘন ঘন নাড়তে হবে। ঘন হয়ে এলে নামিয়ে পাত্রে ঢালতে হবে। এবার ছোট ছোট পানতুয়া অথবা রসগোল্লা প্রয়োজনমতো পাত্রে দিতে হবে। ওপরে পেস্তা কুচি ও চেরি দিয়ে সাজিয়ে ঠান্ডা ঠান্ডা পরিবেশন করুন। নামানোর সময় খেয়াল রাখতে হবে যেন বেশি ঘন হয়ে না যায়। কারণ ঠান্ডা হলে এটা জমে আসবে।