RSS

Tuesday, August 18, 2009

বর্ণিল দেয়াল

সারা দিন কাজের শেষে ঘরে ফিরে এলে আপনার ঘর সব সময়ই আপনাকে স্বাগত জানায়। আর সেই স্বাগত জানানোর পদ্ধতিটা যদি একটু বর্ণিল হয় তাহলে তো কথাই নেই।
মনের মতো ডিজাইনে ঘর সাজানোর এই বিশেষ সেবাটিই নিয়ে এসেছে রং প্রস্তুতকারী প্রতিষ্ঠান বার্জার পেইন্টস বাংলাদেশ লিমিটেড।

বার্জার হোম ডেকোর বিভাগের মাধ্যমে প্রতিষ্ঠানটি দিচ্ছে ইলিউশনস নামে দেয়াল অঙ্কনের বিশেষ সুযোগ। এতে আপনার ঘর মনের মতো ডিজাইনে রঙিন করে দেবেন বার্জারের শিল্পীরা। বার্জারের ডেকোর বিভাগের ব্যবস্থাপক আসাদুর রহমান জানান, পাঁচটি ভাগে প্রায় ৪৩টি বিশেষ ডিজাইন রয়েছে বার্জার ইলিউশনস সেবায়। এসব ক্যাটাগরির মধ্যে রয়েছে ভালোবাসার নানা রং ও ডিজাইনের ভ্যালেন্টাইনস কালেকশন, দেশজ সংস্কৃতির আদলে প্রিটি ওয়্যার, টিনএজারদের ঘরের দেয়াল অঙ্কনের জন্য বিশেষ আয়োজন গাইস এন ডলস, শিশুদের ঘরের জন্য চিলড্রেন কালেকশন এবং ঘরেই সমুদ্রসৈকত ও ভিন্নধর্মী নানা ডিজাইন নিয়ে ‘বিচওয়্যার’। এই সেবা পেতে খরচ পড়বে প্রতি বর্গফুটে ডিজাইনভেদে ৩৫ থেকে ৬৫ টাকা। তিনি আরও জানান, ইলিউশনস সেবা পেতে হলে সাধারণত ঘরের দেয়ালে রং করার আগেই তাঁদের জানানোর পরামর্শ দিয়ে থাকেন তাঁরা। তবে ঘরের রং করা পুরোনো দেয়াল হলেও সমস্যা নেই। ওই একই খরচে পুরোনো রং তুলে নতুনভাবে রং করে ডিজাইন করে দেবেন তাঁরা। শুধু তা-ই নয়, বার্জারের এই সেবা পাওয়া যাবে সারা দেশের যেকোনো স্থানে। আপনার বাড়ি যেখানেই হোক না কেন বার্জারের আঁকিয়েরা আপনার মনের মতো ঘরটি রঙিন করে দিয়ে আসবেন। ভাবছেন এর জন্য হয়তো যাতায়াত ভাড়া আলাদা হবে? মোটেও না। দেশের যেকোনো স্থানে ওই একই খরচে বার্জার এই সেবা দিয়ে থাকে। এ ছাড়া এই ডেকোর বিভাগ থেকে ঘরবাড়ি বা বাইরের দেয়ালে কোথায় কেমন রং ব্যবহার করা উচিত, কোন রং ফুটিয়ে তুলতে আলো বেশি প্রয়োজন বা কোন রং অল্প আলোতেই ফুটে ওঠে, সেই সঙ্গে সাশ্রয় করে আপনার বিদ্যুতের খরচ ইত্যাদি পরামর্শ দিয়ে থাকেন বার্জারের রং বিশেষজ্ঞরা। বার্জারের রং বিশেষজ্ঞ দেওয়ান মাহবুবুল হাসান জানান, অনেক সময় সঠিক রং ব্যবহার না করায় ঘরের দামি আসবাবপত্রও যেন ফিকে মনে হয়। অথচ দেয়ালে রং করার সময় এসব খুঁটিনাটি বিষয়ে একটু লক্ষ রাখলেই সাশ্রয়ী খরচে আপনি পেতে পারেন মনের মতো রঙিন ঘর। যোগাযোগ: ৯৮৭২৪২৮ (ঢাকা), ০৩১-৬১৮৮০৭ (চট্টগ্রাম), ০৪১-৭২২২৬২ (খুলনা), ০৮২-১২৮৩১২৩৭ (সিলেট), ০৮১-৬৩৪০৩ (কুমিল্লা)।

0 comments:

Post a Comment