RSS

Sunday, May 16, 2010

জুতা ও ব্যাগের যতœ

জুতা আর ব্যাগ, সাজগোজের একান্ত জরুরি অনুষঙ্গ। কীভাবে যতœ নেবেন এই দুই প্রয়োজনীয় জিনিসের, তারই কিছু পরামর্শ নিয়ে আমাদের এই আয়োজন-

জুতা
০০ বাইরে থেকে এসে জুতা সঙ্গে সঙ্গে সু বাক্সে তুলে রাখবেন না, খোলা বাতাসে ১০ মিনিট রাখুন।
০০ একই জুতা রোজ ব্যবহার না করে বিভিন্ন জুতা ঘুরিয়ে ফিরিয়ে পরুন। তাতে সব জুতাই ব্যবহার করতে পারবেন।
০০ চাপা জুতার মধ্যে মাঝে মাঝে পাউডার ছড়িয়ে দিন।

০০ জুতার র‌্যাকে সাবানের খালি প্যাকেট রাখুন, সুগন্ধ বেরুবে।
০০ জুতা পরিষ্কার করতে ভেজা কাপড় ব্যবহার করবেন না।
০০ সপ্তাহে একদিন শুকনো কাপড় দিয়ে জুতা পরিষ্কার করে মুছে রাখুন।
০০ দামি ও ভাল জুতা সব সময় পাতলা কাপড় দিয়ে মুছুন।
০০ বর্ষায় চামড়ার জুতা এড়িয়ে চলুন।
০০ শক্ত ছোট বোর্ড কেটে জুতার ভেতরে রাখুন, শেপ বজায় থাকবে।
০০ লম্বা বুট জুতার শেপ বজায় রাখতে তার মধ্যে কোল্ড ড্রিংকস খালি বোতল উল্টো করে রাখুন।
০০ মাঝে মাঝে ব্যবহার করেন এমন জুতা হালকা পাউডার কোটিং করে প্লাস্টিক বা কাপড়ে মুড়ে রাখুন।
০০ সপ্তাহে অন্তত একদিন আপনার জুতা বাইরের বাতাসে রাখুন।
০০ জুতার কোনো সমস্যা দেখা দিলে যে ব্র্যান্ডের জুতা সেই দোকানেই সাড়াতে দিন।

ব্যাগ
০০ ব্যাগ ভাল রাখতে ব্যাগের মধ্যে ন্যাপথলিন, নিমপাতা দিয়ে রাখুন।
০০ শেপ বা আকার ঠিক রাখতে ব্যাগের মধ্যে কাগজ বা কাপড় দিয়ে রাখুন।
০০ চামড়ার ব্যাগের ঔজ্জ্বল্য হারালে পাতিলেবুর রস দিয়ে ঘষে নিন অথবা ক্লিনজার দিয়ে মুছে নিন।
০০ ব্যাগে আলাদা ডিজাইন থাকলে তার বিশেষ যতœ নিন।
০০ জরির কাজ করা ব্যাগ কখনো পানি দিয়ে মুছবেন না।
০০ মেটাল হ্যান্ডেলে যেন ঘাম না লাগে। বাড়ি ফিরে শুকনো কাপড় দিয়ে অবশ্যই মুছে রাখুন।
০০ ব্যাগের চেন অনেক সময় আটকে গেলে মোম দিয়ে প্রাথমিকভাবে চেন ঠিক করে নিতে পারেন।
০০ সব সময় ব্যাগ কাপড় বা প্লাস্টিক দিয়ে মুড়ে রাখবেন। এতে ব্যাগ পরিষ্কার থাকে।

0 comments:

Post a Comment