সুঠাম দেহ এবং সুন্দর স্বাস্থ্য কে না চায়! শরীরের বাড়তি মেদের জঞ্জাল সড়িয়ে ফেলে নিজেকে ঝড়ঝড়ে চটপটে করে তোলার আগ্রহ অনেকের মনে লুকিয়ে থাকলেও প্রায়শই তা হয়ে ওঠে না। আবার অনেকের কাছে মেদ ঝড়ানোটা একটা কঠিন কর্ম বলে মনে হয়। কেউ কেউ ভুল পদ্ধতিরও আশ্রয় নেন। অথচ মেদ ঝড়িয়ে ফেলাটা মোটেই কঠিন নয়। আপনাদের জন্য রইল মেদ ঝড়ানোর সাতটি বটিকা। চলুন শরীরের বাড়তি মেদ ঝড়িয়ে ফেলি।
Friday, April 2, 2010
পোশাকে যখন স্লিম
০ সব সময় মনে রাখবেন লম্বালম্বি স্ট্রাইপ দেয়া পোশাক পরলে স্লিম দেখায়। তাই লম্বালম্বি স্ট্রাইপ দেয়া পোশাক পরিধান করুন।
০ তির্যক স্ট্রাইপ দেয়া শর্টস ব্যবহার করুন।
০ প্রিন্সেস লাইন দেয়া পোশাক পরিধান করুন।
০ যদি স্কার্ফ ব্যবহার করেন তবে ‘ভি’ বা ‘ওয়াই’ শেপ করে ব্যবহার করুন।
০ তির্যক স্ট্রাইপ দেয়া শর্টস ব্যবহার করুন।
০ প্রিন্সেস লাইন দেয়া পোশাক পরিধান করুন।
০ যদি স্কার্ফ ব্যবহার করেন তবে ‘ভি’ বা ‘ওয়াই’ শেপ করে ব্যবহার করুন।
পায়ের সাজ

রূপসজ্জার নানা উপকরণ
শুধু সাজসজ্জার জন্যই প্রসাধনসামগ্রী নয়, নিজেকে নিখুঁতভাবে উপস্থাপনেও এর জুড়ি নেই। কিন্তু এসব মেকআপ উপকরণের যত্ন নেওয়ার পদ্ধতি অনেকেই জানেন না। ফলে দেখা যায় নানা অসতর্কতায় ত্বকে যেকোনো ইনফেকশন হতে পারে—জানালেন হারমোনি স্পার রূপবিশেষজ্ঞ রাহিমা সুলতানা। এবারের নকশায় এসব উপকরণের যত্নআত্তির নানা টিপস তিনি দিচ্ছেন।
নতুন বাবার জন্য...

Labels:
noksha,
relationship
যত্নে থাকুক মাইক্রোওয়েভ ওভেন
জীবনযাপনের কাজে ব্যবহূত বৈদ্যুতিক যন্ত্রের মধ্যে যেসব যন্ত্রের নাম আসে এর মধ্যে মাইক্রোওয়েভ ওভেন অন্যতম। খাবার গরম করার কাজে এর তুলনা হয় না। সঙ্গে মজার খাবার তৈরির কাজও রয়েছে। এই বৈদ্যুতিক যন্ত্রটি ব্যবহার করতে হয় অত্যন্ত সাবধানতার সঙ্গে। এ ছাড়া যত্ন নিতে হয় সব সময়। কিন্তু অনেকেই মাইক্রোওয়েভ ওভেনের সঠিক যত্ন কীভাবে নিতে হয়, তা জানেন না। ফলে যন্ত্রে ত্রুটি দেখা যায়। অনেক সময় স্থায়ীভাবে বিকলও হয়ে যেতে পারে দরকারি এ যন্ত্রটি। এই প্রতিবেদনে থাকছে মাইক্রোওয়েভ ওভেনের যত্নের নানা দিক।
টিপ দিয়ে যা...
টিপ, কপালে একটুখানি রঙের ছটা। বাঙালি নারীর সাজের অনুষঙ্গ। কখনো উৎসবে, কখনো মনের আনন্দ প্রকাশে, কখনো বা চাহনিতে টিপ আভিজাত্য ফুটিয়ে তোলে। টিপ পরার ক্ষেত্রে কাজ করে একেকজনের একেক দৃষ্টিভঙ্গি। মনের ভেতর যে ভাবনার প্রতিফলনই কাজ করুক না কেন, সাধারণ একটি টিপেই চেহারায় চলে আসে অসাধারণ লুক। এই একটুখানি রঙিন আভা সাজে নিয়ে আসে পরিপূর্ণতা।