RSS

Friday, April 2, 2010

পোশাকে যখন স্লিম

০ সব সময় মনে রাখবেন লম্বালম্বি স্ট্রাইপ দেয়া পোশাক পরলে স্লিম দেখায়। তাই লম্বালম্বি স্ট্রাইপ দেয়া পোশাক পরিধান করুন।

০ তির্যক স্ট্রাইপ দেয়া শর্টস ব্যবহার করুন।

০ প্রিন্সেস লাইন দেয়া পোশাক পরিধান করুন।

০ যদি স্কার্ফ ব্যবহার করেন তবে ‘ভি’ বা ‘ওয়াই’ শেপ করে ব্যবহার করুন।

০ জিন্সের ক্ষেত্রে ডার্ক কালার ব্যবহার করুন।

০ স্ট্রেইট বেল্ট আপনাকে ি ম দেখানোতে সাহায্য করবে।

০ ঢিলেঢালা শার্ট না পরে ফিটেড শার্ট পরিধান করুন।

০ পোশাকে নানা রংয়ের ব্যবহার না করে একই রঙয়ের পোশাক পরিধান করুন।

০ জুতার ক্ষেত্রেও কিছু বিষয় মেনে চলুন। যেমন- হিলের ক্ষেত্রে হাই হিল ও স্যান্ডেলের ক্ষেত্রে লম্বা ও সরু স্যান্ডেল ব্যবহার করুন।

০ হালকা কাজ করা পোশাক পরিধান করুন।

০ চুল ছোট করে রাখা।

০ বড় পকেট ওয়ালা জিন্স পরুন।

০ কামিজের ক্ষেত্রে বেশি কাজ করা কামিজ না পরে হালকা কাজের কামিজ পরিধান করুন।

০ ভি, ওয়াই ও ইউ গলার পোশাক পরিধান করুন।

০ লংস্কার্টের সাথে ফিটেড টপস ব্যবহার করুন।

০ দুই থেকে তিন বোতাম বিশিষ্ট ছোট আকৃতির জ্যাকেট পরিধান করুন। এমনভাবে পরতে হবে যাতে দৈর্ঘ্য হিপ বোনের চেয়ে ২ ইঞ্চি বেশি না যায়।

০ ছোট হাতার পোশাক পরিধান না করাই ভাল।

এই টেকনিকগুলো ফলো করে আয়নায় দাঁড়িয়ে নিজেকে দেখুন তো? কি কিছুটা পার্থক্য কি ধরা পড়লো?

0 comments:

Post a Comment